Gardening tips for Rajnigandha Flower Plants: ম্যাজিক খাবার! ৩ মাসে ১ বার দিলেই টবের গাছ ঢাকবে রজনীগন্ধা ফুলে! গন্ধে ভরবে বাড়ি

Last Updated:
Gardening tips for Rajnigandha Flower Plants: অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
1/7
রজনীগন্ধা অর্থাত যে ফুলের গন্ধে ভরে থাকে সন্ধ্যা বা রাত। নাম থেকেই স্পষ্ট সুগন্ধি এই সাদা ফুলের বৈশিষ্ট্য।
রজনীগন্ধা অর্থাত যে ফুলের গন্ধে ভরে থাকে সন্ধ্যা বা রাত। নাম থেকেই স্পষ্ট সুগন্ধি এই সাদা ফুলের বৈশিষ্ট্য।
advertisement
2/7
অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
advertisement
3/7
টবের জন্য ভাল নার্সারি থেকে ছোট ছোট রজনীগন্ধার চারাগাছ কিনুন নার্সারি থেকে। বড় ১০ ইঞ্চির টবে একাধিক চারা পুঁতুন।
টবের জন্য ভাল নার্সারি থেকে ছোট ছোট রজনীগন্ধার চারাগাছ কিনুন নার্সারি থেকে। বড় ১০ ইঞ্চির টবে একাধিক চারা পুঁতুন।
advertisement
4/7
পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক স্প্রে করুন রজনীগন্ধা গাছে। নেতিয়ে পড়া ডাল কেটে ফেলুন।
পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক স্প্রে করুন রজনীগন্ধা গাছে। নেতিয়ে পড়া ডাল কেটে ফেলুন।
advertisement
5/7
রজনীগন্ধা গাছে খুব বেশি সার দেওয়ার দরকার হয় না। মাসে একবার করে সরষের খোলপচা জল দিন।
রজনীগন্ধা গাছে খুব বেশি সার দেওয়ার দরকার হয় না। মাসে একবার করে সরষের খোলপচা জল দিন।
advertisement
6/7
প্রতি ৩ মাসে একবার করে গাছের গোড়ায় দিন গোবরসার। নিয়মিত জল দিতে হবে গাছে। তবে গাছের গোড়ায় জল দাঁড়ালে চলবে না।
প্রতি ৩ মাসে একবার করে গাছের গোড়ায় দিন গোবরসার। নিয়মিত জল দিতে হবে গাছে। তবে গাছের গোড়ায় জল দাঁড়ালে চলবে না।
advertisement
7/7
রজনীগন্ধা গাছ সব সময় রোদে রাখুন। ছায়ায় এই গাছ ভাল থাকে না। দিনে যাতে ৭-৮ ঘণ্টা রোদে থাকে এই ফুলের গাছ, সেদিকে খেয়াল রাখুন।
রজনীগন্ধা গাছ সব সময় রোদে রাখুন। ছায়ায় এই গাছ ভাল থাকে না। দিনে যাতে ৭-৮ ঘণ্টা রোদে থাকে এই ফুলের গাছ, সেদিকে খেয়াল রাখুন।
advertisement
advertisement
advertisement