ঘরেই বানিয়ে ফেলুন ফানুশ ! কীভাবে? জেনে নিন

Last Updated:
গত কয়েক বছরে কালীপুজোতে নতুন ট্রেন্ড রাতের আকাশে ফানুশ ওড়ানো ৷ প্রায় প্রত্যেক বাড়ির ছাদ থেকেই দিওয়ালির রাতে উড়তে দেখা যায় ফানুশ ৷
1/5
গত কয়েক বছরে কালীপুজোতে নতুন ট্রেন্ড রাতের আকাশে ফানুশ ওড়ানো ৷ প্রায় প্রত্যেক বাড়ির ছাদ থেকেই দিওয়ালির রাতে উড়তে দেখা যায় ফানুশ ৷ বাজারেও তাই দারুণ চাহিদা এই ফানুশের৷ দামও বাড়ে চাহিদা অনুযায়ী, কিন্তু ইচ্ছে করলেই এই ফানুস তৈরি করতে পারেন বাড়িতেই ৷
গত কয়েক বছরে কালীপুজোতে নতুন ট্রেন্ড রাতের আকাশে ফানুশ ওড়ানো ৷ প্রায় প্রত্যেক বাড়ির ছাদ থেকেই দিওয়ালির রাতে উড়তে দেখা যায় ফানুশ ৷ বাজারেও তাই দারুণ চাহিদা এই ফানুশের৷ দামও বাড়ে চাহিদা অনুযায়ী, কিন্তু ইচ্ছে করলেই এই ফানুস তৈরি করতে পারেন বাড়িতেই ৷
advertisement
2/5
লাগবে কি কি? টিস্যু পেপার, আঠা, পেইন্ট ব্রাশ, পাতলা তার, মোমবাতি, বাঁশের পাতলা কঞ্চি, কাঁচি, ছুরি, তার কাটার যন্ত্র
লাগবে কি কি? টিস্যু পেপার, আঠা, পেইন্ট ব্রাশ, পাতলা তার, মোমবাতি, বাঁশের পাতলা কঞ্চি, কাঁচি, ছুরি, তার কাটার যন্ত্র
advertisement
3/5
 বানাবেন কীভাবে? প্রথমে চারটি বড় টিস্যু পেপার একটি আরেকটির উপর একসাথে রাখুন৷ এটি লাম্বালম্বি দুই ভাজ করুন | এটি কাঁচি দিয়ে ঘণ্টার আকারে কাটুন৷ কাগজের ভাজ খুলুন এখন আপনার কাছে চারটি বড় আকারের ঘণ্টা আকৃতির কাগজ থাকবে ৷ চারটি কাগজকে একটি আরেকটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিন যেন তারা বেলন আকৃতির মত হয় ৷
বানাবেন কীভাবে? প্রথমে চারটি বড় টিস্যু পেপার একটি আরেকটির উপর একসাথে রাখুন৷ এটি লাম্বালম্বি দুই ভাজ করুন | এটি কাঁচি দিয়ে ঘণ্টার আকারে কাটুন৷ কাগজের ভাজ খুলুন এখন আপনার কাছে চারটি বড় আকারের ঘণ্টা আকৃতির কাগজ থাকবে ৷ চারটি কাগজকে একটি আরেকটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিন যেন তারা বেলন আকৃতির মত হয় ৷
advertisement
4/5
 বাঁশের পাতলা কঞ্চি নিয়ে সেটা কাগজের যে পাশে খোলা আছে সে পাশে মাপমত করে একটি গোলাকার চাকতি তৈরি করুন ৷ এবার পাতলা তার দিয়ে একটি মোমবাতি যুক্ত করুন৷ মোমবাতির পরিবর্তে অন্য দাহ্য বস্তুও ব্যবহার করতে পারেন৷ বাঁশের চাকতিটি কাগজে যুক্ত করুন৷ সাবধানে আগুন দিন ৷
বাঁশের পাতলা কঞ্চি নিয়ে সেটা কাগজের যে পাশে খোলা আছে সে পাশে মাপমত করে একটি গোলাকার চাকতি তৈরি করুন ৷ এবার পাতলা তার দিয়ে একটি মোমবাতি যুক্ত করুন৷ মোমবাতির পরিবর্তে অন্য দাহ্য বস্তুও ব্যবহার করতে পারেন৷ বাঁশের চাকতিটি কাগজে যুক্ত করুন৷ সাবধানে আগুন দিন ৷
advertisement
5/5
যখন ভিতরে গরম হাওয়া ভরে যাবে তখন তা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে ৷ তখন তা ছেড়ে দিন ৷
যখন ভিতরে গরম হাওয়া ভরে যাবে তখন তা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে ৷ তখন তা ছেড়ে দিন ৷
advertisement
advertisement
advertisement