ঘরেই বানিয়ে ফেলুন ফানুশ ! কীভাবে? জেনে নিন
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
গত কয়েক বছরে কালীপুজোতে নতুন ট্রেন্ড রাতের আকাশে ফানুশ ওড়ানো ৷ প্রায় প্রত্যেক বাড়ির ছাদ থেকেই দিওয়ালির রাতে উড়তে দেখা যায় ফানুশ ৷
advertisement
advertisement
বানাবেন কীভাবে? প্রথমে চারটি বড় টিস্যু পেপার একটি আরেকটির উপর একসাথে রাখুন৷ এটি লাম্বালম্বি দুই ভাজ করুন | এটি কাঁচি দিয়ে ঘণ্টার আকারে কাটুন৷ কাগজের ভাজ খুলুন এখন আপনার কাছে চারটি বড় আকারের ঘণ্টা আকৃতির কাগজ থাকবে ৷ চারটি কাগজকে একটি আরেকটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিন যেন তারা বেলন আকৃতির মত হয় ৷
advertisement
advertisement