How to resolve marital conflict: কথায় কথায় স্বামী-স্ত্রীর ঝগড়া-অশান্তি, এই ৫টি উপায় মেনে চললেই ঘরে আসবে শান্তি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How to resolve marital conflict: আপনার দাম্পত্য জীবনে শান্তি নেই? কথায় কথায় ছোট-ছোট বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়-অশান্তি। কোনওভাবেই হচ্ছে না মিলমিশ। কিন্তু দুজনেই খুঁজছেন নিত্যদিন এই কলহ থেকে মুক্তি। তাহলে এই প্রতিবেদনে তুলে ধরা পাঁচটি টিপস মেনে চলুন। ফল পাবেন হাতেনাতে।
advertisement
বর্তমানে অনেক সময় দেখা স্বামী-স্ত্রী নিজেদের সব মতামত একে অপরের উপর চাপিয়ে দেন। এতে ঝগড়া কোনও দিন কমবে না। কখনোই নিজের মতামত সব ক্ষেত্রে সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। সঙ্গীকে নিজের মতামত নিজেই নিতে দিন। সঙ্গীর মতামতের সম্মান জানান। পাশাপাশি ভালোর জন্য কিছু বললে সেটা বুঝুন ও মানার চেষ্টা করুন। ফলে ঝগড়া অনেকটাই কম হবে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এমন কোন কথা নেই যে সঙ্গীর সব কাজই আপনার পছন্দ হবে। কিন্তু সেই বিষয় নিয়ে তাকে বারবার কথা শোনানোর কোন যুক্তি হয় না। যদি আপনার সঙ্গীর কোন কাজ অপছন্দ হয় কথায় কথায় থাকে ছোট করার চেষ্টা করবেন না। দুজন মিলে ঠান্ডা মাথায় কথা বলে সমস্যা মেটান। এই ছোট ছোট টিপসগুলি মেনে চললে পরিবারের শান্তি অনেকটাই ফিরবে।