Travel: ৩০০ বছরের ইতিহাসের সাক্ষী বাঁকুড়ার এই রাজবাড়ি! এখানে এলে মন ভাল হবেই

Last Updated:
Travel: দুর্দান্ত এক জায়গা, আপনার "উইস লিস্টে" অ্যাড করতেই পারেন। জানুন কীভাবে যাবেন, কোথায় থাকবেন
1/6
তিনশো বছরের ইতিহাসের এক পাণ্ডুলিপি নারায়ণপুর রাজবাড়ি। আপনার আসা-যাওয়ার পথেই রয়েছে।
তিনশো বছরের ইতিহাসের পাণ্ডুলিপি নারায়ণপুর রাজবাড়ি। আপনার আসা যাওয়ার পথেই রয়েছে।
advertisement
2/6
মুচিরামের সম্পর্ক হয় মল্লরাজাদের সঙ্গে ৷ মল্লরাজারা হদল এবং নারায়ণপুরের জমিদারি দেন মুচিরাম ঘোষকে । দেন মণ্ডল উপাধি।
মুচিরামের সম্পর্ক হয় মল্লরাজাদের সঙ্গে ৷ মল্লরাজারা হদল এবং নারায়ণপুরের জমিদারি দেন মুচিরাম ঘোষকে । দেন মণ্ডল উপাধি।
advertisement
3/6
কারুকাজ করা থাম, চওড়া দেওয়াল। বর্ধমানের নীলপুরের বর্ধিষ্ণু ঘোষ পরিবারের মুচিরাম ঘোষ পান বাঁকুড়ায় জমিদারি
কারুকাজ করা থাম, চওড়া দেওয়াল।বর্ধমানের নীলপুরের বর্ধিষ্ণু ঘোষ পরিবারের মুচিরাম ঘোষ পান বাঁকুড়ায় জমিদারি
advertisement
4/6
এক সময়ে রান্না হত প্রায় ১০০ জনের। চলত নাচ গান এবং আড্ডার আসর। তবে বর্তমানে এটি একটি দর্শনীয় স্থান।
এক সময় রান্না হত প্রায় ১০০ জনের। চলত নাচ গান এবং আড্ডার আসর। তবে বর্তমানে একটি দর্শনীয় স্থান।
advertisement
5/6
বাঁকুড়া জেলার পশ্চিমের হদলনারায়ণপুরের রাজবাড়ি। চলে আসুন শীতের শেষে।
বাঁকুড়া জেলার পশ্চিমের হদলনারায়ণপুরের রাজবাড়ি । চলে আসুন শীতের শেষে।
advertisement
6/6
আজও মণ্ডল পরিবারের দুর্গামন্দিরে পুজো হয় রীতি মেনে ৷ বিষ্ণুমন্দিরে হয় নিত্য পুজো ।
আজও মণ্ডল পরিবারের দুর্গামন্দিরে পুজো হয় রীতি মেনে ৷ বিষ্ণুমন্দিরে হয় নিত্য পুজো ।
advertisement
advertisement
advertisement