Travel News: সঙ্গীকে নিয়ে পড়ন্ত বিকেলে সময় কাটাতে চান নির্জনে? কলকাতার খুব কাছেই ঢুঁ মারুন রূপনারায়ণের তীরে

Last Updated:
Travel News: নির্জন নিরিবিলি নদীর সৌন্দর্য উপভোগ করতে রূপনারায়ণ নদীর পূর্বপাড়, বহু মানুষের মন ভালো করার স্থান হাওড়ার মানকুর-বাকসী গ্রাম।
1/5
হাওড়া , রাকেশ মাইতি: ভরা নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে আসতেই হবে হাওড়ার মানকুর! চওড়া নদীর দু'কূল ছুঁই ছুঁই জলের স্রোত মন ভীষণ ভাবে আকৃষ্ট করে ।
হাওড়া , রাকেশ মাইতি: ভরা নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে আসতেই হবে হাওড়ার মানকুর! চওড়া নদীর দু-কূল ছুঁই ছুঁই জলের স্রোত মন ভীষণ ভাবে আকৃষ্ট করে ।
advertisement
2/5
রূপনারায়ণের সুস্বাদু মাছ শুধু যে মানুষকে আকৃষ্ট করে এমনটা নয়। রূপনারায়ণ নদ ভীষণভাবে আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। মানসিক শান্তি পেতে বেশ কিছুক্ষণ কাটান মুহূর্ত মনে আনে অন্যরকম তৃপ্তি। তাই হাতে অল্প সময় থাকলেই অনেকেই হাজির হয় এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
রূপনারায়ণের সুস্বাদু মাছ শুধু যে মানুষকে আকৃষ্ট করে এমনটা নয়। রূপনারায়ণ নদ ভীষণভাবে আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। মানসিক শান্তি পেতে বেশ কিছুক্ষণ কাটানো মুহূর্ত মনে আনে অন্যরকম তৃপ্তি। তাই হাতে অল্প সময় থাকলেই অনেকেই হাজির হয় এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
নিরিবিলি নির্জন প্রকৃতি। গ্রামের সাদামাটা মানুষের মৎস্য শিকারের দৃশ্য দারুণভাবে আকৃষ্ট করে। সারা বছর রূপনারায়ণ তীরবর্তী এলাকায় মানুষের আনাগোনা থাকে। তবে বর্ষায় আরও মায়াবী হয়ে ওঠে রূপনারায়ণ নদী। বর্ষায় নদীর পার ঝাপিয়ে যাবার এলাকার প্লাবিত করে ভয়ঙ্কর হয়ে ওঠে নদী, তেমনি বর্ষায় জলে পুষ্ট নদীর সৌন্দর্য দারুণ আকর্ষণের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
নিরিবিলি নির্জন প্রকৃতি। গ্রামের সাদামাটা মানুষের মৎস্য শিকারের দৃশ্য দারুণভাবে আকৃষ্ট করে। সারা বছর রূপনারায়ণ তীরবর্তী এলাকায় মানুষের আনাগোনা থাকে। তবে বর্ষায় আরও মায়াবী হয়ে ওঠে রূপনারায়ণ নদী। বর্ষায় নদীর পার ঝাপিয়ে যাবার এলাকার প্লাবিত করে ভয়ঙ্কর হয়ে ওঠে নদী, তেমনি বর্ষায় জলে পুষ্ট নদীর সৌন্দর্য দারুণ আকর্ষণের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
বিকেলে রূপনারায়ণ নদীর মানকুর ঘাট এবং পার্শ্ববর্তী এলাকা এখন বহু মানুষের ঠিকানা। বিকেলের কয়েক ঘণ্টা নদী পাড়ে থেকে নদীর সৌন্দর্য চাক্ষুষ অনুভূতিটাই আলাদা মনে করেন অনেকে। তাই সুযোগ পেলেই অনেকই ছুটে আসেন এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বিকেলে রূপনারায়ণ নদীর মানকুর ঘাট এবং পার্শ্ববর্তী এলাকা এখন বহু মানুষের ঠিকানা। বিকেলের কয়েক ঘণ্টা নদী পাড়ে থেকে নদীর সৌন্দর্য চাক্ষুষ অনুভূতিটাই আলাদা মনে করেন অনেকে। তাই সুযোগ পেলেই অনেকই ছুটে আসেন এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
নিরিবিলি শান্ত পরিবেশ মানুষের উপস্থিতি একবারে কম। যারা নির্জন নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য এই স্থান একেবারে আদর্শ। নদী পাড়ে সময় কাটানোর অভিজ্ঞতাটাই আলাদা। স্থানীয়দের কথায় জানা যায়, এখানে পিকনিক করতেও বহু মানুষ আসেনি।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
নিরিবিলি শান্ত পরিবেশ মানুষের উপস্থিতি একবারে কম। যারা নির্জন নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য এই স্থান একেবারে আদর্শ। নদী পাড়ে সময় কাটানোর অভিজ্ঞতাটাই আলাদা। স্থানীয়দের কথায় জানা যায়, এখানে পিকনিক করতেও বহু মানুষ আসেনি।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement