Travel News: সঙ্গীকে নিয়ে পড়ন্ত বিকেলে সময় কাটাতে চান নির্জনে? কলকাতার খুব কাছেই ঢুঁ মারুন রূপনারায়ণের তীরে
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Travel News: নির্জন নিরিবিলি নদীর সৌন্দর্য উপভোগ করতে রূপনারায়ণ নদীর পূর্বপাড়, বহু মানুষের মন ভালো করার স্থান হাওড়ার মানকুর-বাকসী গ্রাম।
advertisement
advertisement
নিরিবিলি নির্জন প্রকৃতি। গ্রামের সাদামাটা মানুষের মৎস্য শিকারের দৃশ্য দারুণভাবে আকৃষ্ট করে। সারা বছর রূপনারায়ণ তীরবর্তী এলাকায় মানুষের আনাগোনা থাকে। তবে বর্ষায় আরও মায়াবী হয়ে ওঠে রূপনারায়ণ নদী। বর্ষায় নদীর পার ঝাপিয়ে যাবার এলাকার প্লাবিত করে ভয়ঙ্কর হয়ে ওঠে নদী, তেমনি বর্ষায় জলে পুষ্ট নদীর সৌন্দর্য দারুণ আকর্ষণের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement









