Winter Health Tips: ‘অমৃতসম’...! পেট থাকবে বরফের মতো ঠান্ডা, গ্যাস-অম্বলের টিকি দেখা যাবে না! ঢক ঢক করে রোজ খান এই ‘ম্যাজিক’ পানীয়
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Winter Health Tips: রাজস্থানের প্রাচীনতম খাবার হল রাবড়ি(rabri)। শীতকালে, বাজরার আটা দিয়ে তৈরি রাবড়ি ঠান্ডা থেকে মুক্তি দেয়। বজরার রাবড়ি শরীরকে উষ্ণ রাখে এবং স্বাস্থ্য বর্ধক টনিক হিসেবে কাজ করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পেটে গ্যাসের সমস্যা হয় না বলেজানান আয়ুর্বেদিক চিকিৎসক নরেন্দ্র কুমার বলেন, শীতকালে বাজরের আটা ও বাটার মিল্ক দিয়ে তৈরি রাবড়ি পেট গরম রাখে এবং শক্তি বজায় রাখে। এ কারণে পেটে গ্যাসের সমস্যা হয় না। সত্যিই, এটি শীতের অমৃত। সুস্থ থাকতে এবং ঠান্ডা থেকে বাঁচতে এটি পান করতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)