Tourist Spot Near Kolkata: অল্প সময়ে ঘুরতে চান? বা পিকনিক? ঢুঁ মারুন হাওড়ার কাছে সন্তোষনগর ইকো পার্কে

Last Updated:
হাতে অল্প সময় থাকলে, মন ভালো করতে ছোট-বড় সকলের পছন্দের ঠিকানা আমতা সন্তোষনগর ইকোপার্ক
1/5
মন ভাল করতে, হাতে অল্প সময় থাকলেই ঘুরে আসতে পারেন হাওড়ার এই জায়গায়। শীতের মরশুমে পিকনিকের জন্য আদর্শ।
মন ভাল করতে, হাতে অল্প সময় থাকলেই ঘুরে আসতে পারেন হাওড়ার এই জায়গায়। শীতের মরশুমে পিকনিকের জন্য আদর্শ।
advertisement
2/5
সবুজ ঘেরা গ্রাম, তার মাঝে সাজানো-গোছানো একটি পার্ক। সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সময় কাটাতে আসেন এখানে। সহজ যোগাযোগ ব্যবস্থা আরও বেশি করে মানুষকে পৌঁছে দেয় এই মনোরম পরিবেশে।
সবুজ ঘেরা গ্রাম, তার মাঝে সাজানো-গোছানো একটি পার্ক। সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সময় কাটাতে আসেন এখানে। সহজ যোগাযোগ ব্যবস্থা আরও বেশি করে মানুষকে পৌঁছে দেয় এই মনোরম পরিবেশে।
advertisement
3/5
কর্মব্যস্ততার মাঝে মানসিক শান্তির খোঁজে এখানে সারাদিন অসংখ্য মানুষ আসেন। প্রকৃতি প্রেমী মানুষের জন্য সেরা ঠিকানা। একই সঙ্গে ছোটদের মন আকৃষ্ট করার অন্যতম কারণ দোলনা- স্লিপের মতো নানা রাইড। আমতা-সহ হাওড়া জেলার মানুষের কাছে আকর্ষণে নতুন নাম 'সন্তোষনগর ইকোপার্ক'।
কর্মব্যস্ততার মাঝে মানসিক শান্তির খোঁজে এখানে সারাদিন অসংখ্য মানুষ আসেন। প্রকৃতি প্রেমী মানুষের জন্য সেরা ঠিকানা। একই সঙ্গে ছোটদের মন আকৃষ্ট করার অন্যতম কারণ দোলনা- স্লিপের মতো নানা রাইড। আমতা-সহ হাওড়া জেলার মানুষের কাছে আকর্ষণে নতুন নাম 'সন্তোষনগর ইকোপার্ক'।
advertisement
4/5
 পার্কের গা ঘেঁষে মান্দারিয়া খাল ও খালের উপর পোল...যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। এমনিতে সকাল থেকেই মানুষের আনাগোনা লেগে থাকে, তবে দুপুরের পর থেকে ভিড় হয় বেশি।
পার্কের গা ঘেঁষে মান্দারিয়া খাল ও খালের উপর পোল...যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। এমনিতে সকাল থেকেই মানুষের আনাগোনা লেগে থাকে, তবে দুপুরের পর থেকে ভিড় হয় বেশি।
advertisement
5/5
 একেবারে বিনামূল্যে এই পার্কে ঘুরতে পারবেন। নতুন করে সাজানো হয়েছে পার্ক, বসেছে নানা বাতিস্তম্ভ। সন্তোষনগর ইকো পার্ক পৌঁছতে হাওড়া-আমতা শাখার ট্রেন ধরতে হবে। আমতা স্টেশনে নেমে টোটো চেপে পৌঁছে যান পার্কে।
একেবারে বিনামূল্যে এই পার্কে ঘুরতে পারবেন। নতুন করে সাজানো হয়েছে পার্ক, বসেছে নানা বাতিস্তম্ভ। সন্তোষনগর ইকো পার্ক পৌঁছতে হাওড়া-আমতা শাখার ট্রেন ধরতে হবে। আমতা স্টেশনে নেমে টোটো চেপে পৌঁছে যান পার্কে।
advertisement
advertisement
advertisement