Darjeeling Tourism Good News: পরপর টয়ট্রেন! দার্জিলিং-এ এবার বাড়তি মজা! কীভাবে কাটবেন টিকিট, জেনে নিন বিস্তারিত

Last Updated:
Toy Train: ট্রেনে ওঠার আগে যাত্রীদের সমস্ত তথ্য যাচাই করে নিতে বলেছে ডিএইচআর।
1/5
গরমের ছুটি কাটাতে প্রচুর পর্যটক এখন পাহাড়ে।পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বাড়তি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।
গরমের ছুটি কাটাতে প্রচুর পর্যটক এখন পাহাড়ে।পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বাড়তি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।
advertisement
2/5
এই মুহূর্তে প্রচুর পর্যটক রয়েছেন পাহাড়ে। তাঁদের অনেকেই টয়ট্রেনের বিষয়ে খোঁজখবর করছেন। সেই চাহিদার কথা মাথায় রেখে আগামী ৩০ জুন পর্যন্ত ঘুম-দার্জিলিং জয়রাইড আরও একটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর।
এই মুহূর্তে প্রচুর পর্যটক রয়েছেন পাহাড়ে। তাঁদের অনেকেই টয়ট্রেনের বিষয়ে খোঁজখবর করছেন। সেই চাহিদার কথা মাথায় রেখে আগামী ৩০ জুন পর্যন্ত ঘুম-দার্জিলিং জয়রাইড আরও একটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর।
advertisement
3/5
ট্রেন নং 02550 (দার্জিলিং – ঘুম - দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে দুপুর ৩.৩০ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪.১৫ মিনিটে ঘুম পৌঁছাবে। ফিরতি যাত্রায় ট্রেনটি ঘুম থেকে ৪.৩৫ মিনিটে ছাড়বে এবং ৫.০৫ মিনিটে দার্জিলিং পৌঁছাবে।
ট্রেন নং 02550 (দার্জিলিং – ঘুম - দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে দুপুর ৩.৩০ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪.১৫ মিনিটে ঘুম পৌঁছাবে। ফিরতি যাত্রায় ট্রেনটি ঘুম থেকে ৪.৩৫ মিনিটে ছাড়বে এবং ৫.০৫ মিনিটে দার্জিলিং পৌঁছাবে।
advertisement
4/5
ট্রেনে ৩ টি প্রথম শ্রেণীর চেয়ার কার কোচ থাকবে। দুটি কোচে ৩০ টি এবং একটি কোচে ২৯ টি আসন থাকবে। ট্রেনের ভাড়া আগের মতোই মাথা পিছু ১০০০ টাকা রাখা হয়েছে।
ট্রেনে ৩ টি প্রথম শ্রেণীর চেয়ার কার কোচ থাকবে। দুটি কোচে ৩০ টি এবং একটি কোচে ২৯ টি আসন থাকবে। ট্রেনের ভাড়া আগের মতোই মাথা পিছু ১০০০ টাকা রাখা হয়েছে।
advertisement
5/5
এছাড়া টয় ট্রেন জয়রাইড সম্পর্কে বিশেদে জানতে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সকলে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের সমস্ত তথ্য যাচাই করে নিতে বলেছে ডিএইচআর।
এছাড়া টয় ট্রেন জয়রাইড সম্পর্কে বিশেদে জানতে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সকলে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের সমস্ত তথ্য যাচাই করে নিতে বলেছে ডিএইচআর।
advertisement
advertisement
advertisement