Toothbrush: কতদিন অন্তর টুথব্রাশ বদলানো উচিত? জানা না থাকলে মুখ থেকেই শরীরে ছড়াবে রোগ

Last Updated:
অনেকেই জানেন, নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ বদল করা উচিত৷ কিন্তু কতদিন অন্তর টুথব্রাশ বদল করতে হবে, তা অধিকাংশ মানুষই জানেন না৷
1/7
দাঁত ভাল রাখতে দু বেলা ব্রাশ তো করছেন৷ কিন্তু সেই ব্রাশই যে আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে, তা জানেন কি?
দাঁত ভাল রাখতে দু বেলা ব্রাশ তো করছেন৷ কিন্তু সেই ব্রাশই যে আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে, তা জানেন কি?
advertisement
2/7
অনেকেই জানেন, নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ বদল করা উচিত৷ কিন্তু কতদিন অন্তর টুথব্রাশ বদল করতে হবে, তা অধিকাংশ মানুষই জানেন না৷
অনেকেই জানেন, নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ বদল করা উচিত৷ কিন্তু কতদিন অন্তর টুথব্রাশ বদল করতে হবে, তা অধিকাংশ মানুষই জানেন না৷
advertisement
3/7
টুথব্রাশের মধ্যে মুখের লালা, নোংরা, ব্যাক্টেরিয়া জমতে থাকে৷ ফলে বেশি দিন একই টুথব্রাশ ব্যবহার করলে তার থেকেই রোগের সূত্রপাত হতে পারে৷
টুথব্রাশের মধ্যে মুখের লালা, নোংরা, ব্যাক্টেরিয়া জমতে থাকে৷ ফলে বেশি দিন একই টুথব্রাশ ব্যবহার করলে তার থেকেই রোগের সূত্রপাত হতে পারে৷
advertisement
4/7
দাঁত মাজার পর আমরা প্রত্যেকেই জল দিয়ে ব্রাশ ধুয়ে নিই৷ কিন্তু শুধু জল দিয়ে ধুলে টুথব্রাশে থাকা ময়লা, জীবানু পরিষ্কার হয় না৷
দাঁত মাজার পর আমরা প্রত্যেকেই জল দিয়ে ব্রাশ ধুয়ে নিই৷ কিন্তু শুধু জল দিয়ে ধুলে টুথব্রাশে থাকা ময়লা, জীবানু পরিষ্কার হয় না৷
advertisement
5/7
দু-তিন মাস ব্যবহার করলেই টুথব্রাশের ব্রিসলসগুলি নরম হয়ে যায়৷ ফলে তার মধ্যে আরও বেশি করে ব্যাক্টেরিয়া জমা হতে থাকে৷
দু-তিন মাস ব্যবহার করলেই টুথব্রাশের ব্রিসলসগুলি নরম হয়ে যায়৷ ফলে তার মধ্যে আরও বেশি করে ব্যাক্টেরিয়া জমা হতে থাকে৷
advertisement
6/7
বিশেষজ্ঞদের মতে, একটি টুথব্রাশ সর্বাধিক তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷ তবে কখন ব্রাশ বদল করতে হবে, তা টুথব্রাশ দেখলেও বোঝা যায়৷
বিশেষজ্ঞদের মতে, একটি টুথব্রাশ সর্বাধিক তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷ তবে কখন ব্রাশ বদল করতে হবে, তা টুথব্রাশ দেখলেও বোঝা যায়৷
advertisement
7/7
প্রথমত, টুথব্রাশের ব্রিসলসগুলি যখন দুর্বল বা নরম হতে শুরু করে অথবা সেগুলির রং বদলে যেতে থাকে, তখনই টুথব্রাশ বদলে ফেলা উচিত৷
প্রথমত, টুথব্রাশের ব্রিসলসগুলি যখন দুর্বল বা নরম হতে শুরু করে অথবা সেগুলির রং বদলে যেতে থাকে, তখনই টুথব্রাশ বদলে ফেলা উচিত৷
advertisement
advertisement
advertisement