Healthy Lifestyle| দিনে ৯ ঘণ্টার বেশি ঘুমোচ্ছেন নাকি? নিজের অজান্তেই ডেকে আনছেন চরম বিপদ
- Published by:Rachana Majumder
Last Updated:
Healthy Lifestyle| বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘুমানোকে সাধারণত হাইপারসমনিয়া বলে বলে।
advertisement
advertisement
advertisement
তবে অতিরিক্ত ঘুম একটা রোগ। বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘুমানোকে সাধারণত হাইপারসমনিয়া বলে বলে। কেউ যদি ৯ ঘণ্টার বেশি ঘুমায় তবে তাকে অতিরিক্ত ঘুম বলে। আর এর জন্য অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। সকালে বেশি ঘুমানোর ফলে মস্তিষ্ক জেগে ওঠে না। সকাল ১০ টা এর পর ঘুম থেকে জাগলে মস্তিষ্ক ক্রিয়া মন্থর হয় এবং সারাদিন ক্লান্তিকর লাগে।
advertisement