Home Decor DIY Hack: ঝরবে না পাপড়ি, শুকোবে না পাতা, অনেকদিন তরতাজা থাকবে ফুল! শুধু ২ চামচ গুলে দিন ফুলদানির জলে!

Last Updated:
Home Decor DIY Hack:ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন অনেকে। কিন্তু বাজার থেকে ফুল আনার পর তা দু'এক দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। সেজন্য দীর্ঘদিন ফুল তাজা রাখার উপায় জানুন আপনি‌।
1/6
ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন অনেকে। কিন্তু বাজার থেকে ফুল আনার পর তা দু'এক দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। সেজন্য দীর্ঘদিন ফুল তাজা রাখার উপায় জানুন আপনি‌।
ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন অনেকে। কিন্তু বাজার থেকে ফুল আনার পর তা দু'এক দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। সেজন্য দীর্ঘদিন ফুল তাজা রাখার উপায় জানুন আপনি‌।
advertisement
2/6
ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকে, লক্ষ রাখতে হবে তাতে যেন কোনো পাতা না থাকে। না হলে ওই পাতায় প্রথম পচন ধরবে।
ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকে, লক্ষ রাখতে হবে তাতে যেন কোনো পাতা না থাকে। না হলে ওই পাতায় প্রথম পচন ধরবে।
advertisement
3/6
যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
advertisement
4/6
দু’দিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলতে হবে। নাহলে শুকিয়ে যেতে পারে আপনার প্রিয় ফুল।
দু’দিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলতে হবে। নাহলে শুকিয়ে যেতে পারে আপনার প্রিয় ফুল।
advertisement
5/6
ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।
ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।
advertisement
6/6
দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
advertisement
advertisement
advertisement