Hot weather Protection: তীব্র গরমের জ্বালা কমাবে বহুগুণ, সকাল-সন্ধে খান বাড়ির তৈরি বেলের মোরব্বা! রইল সহজ রেসিপি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
How to Keep Body Cool: বেলের মোরব্বা বর্তমানে গরমের তীব্র তাবদাহে খেলে শরীর কে ঠান্ডা রাখবে। সতেজ থাকবে শরীর।গরম থেকে বাঁচতে বেলের মোরব্বা! কীভাবে বানাবেন বাড়িতে?
advertisement
advertisement
এবার দুই ইঞ্চি মোটা, গোল করে কেটে কাঁটা চামচের সাহায্যে বীজগুলো বের করে নিতে হয়। এবার চিনির মিশ্রন তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আধা কাপ জল নিয়ে তাতে চিনি দিয়ে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। ঠাণ্ডা হলে লেবুর রস আর রং মিশিয়ে রস থেকে সুতো কাঁটা পর্যন্ত ফোটানো হয়। এবার কেটে রাখা বেলের টুকরোগুলো রসে ফেলে একসঙ্গে ফোটানো হয়। এরপর সামান্য লবণ মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে বেলের টুকরোগুলো তুলে নিতে হয়।
advertisement
advertisement
বিক্রেতাদের কথায়, দৈনন্দিন গড়ে রসে চুবানো এই বেলের মোরব্বা খেলে পেট পরিস্কার হয়। বেলের মোরব্বা ৫টাকা করে প্রতি পিস এবং ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। আর বিক্রি ভালো হয় বলেই জানান বিক্রেতারা। তবে ক্রেতাদের কথায়, বেলের মোরব্বা বর্তমানে গরমের তীব্র তাবদাহে খেলে শরীর কে ঠান্ডা রাখবে। সতেজ থাকবে শরীর।