Shift Work Health Damage: একেক দিন একেক শিফটে কাজ করছেন? শরীরের মারাত্মক ক্ষতি আটকানোর চেষ্টা করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ডায়েবিটিস, অ্যালজাইমার্স, হৃদরোগের মতো অসুখও বাঁধে (Shift Work Health Damage)।
করোনাকালে বেশিরভাগ অফিসই ওয়ার্ক ফ্রম হোমে ভরসা রেখেছে। সরকারি অফিসের একটি নির্দিষ্ট সময়ে কাজ হলেও, বেসরকারি সব অফিসেই শিফটে কাজ হয় (Shift Work Health Damage)। বিশেষজ্ঞদের দাবি, শিফটে কাজ নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে। কারণ, একেক দিন একেক শিফটে কাজ এবং বিশেষ করে যাঁরা রাতের শিফটে কাজ করেন, শরীরে তাঁদের বড় প্রভাব পড়ে যা বেশ ক্ষতিকর (Shift Work Health Damage)। ডায়েবিটিস, অ্যালজাইমার্স, হৃদরোগের মতো অসুখও বাঁধে (Shift Work Health Damage)। এমনকী মৃত্যুও ডেকে আনে এমন কাজের অভ্যেস। কী ভাবে শিফটে কাজের বাজে প্রভাব থেকে বাঁচবেন, রইল কয়েকটি টিপস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement