সুস্থতার জন্য নিত্য ডায়েটে ফল ও শাকসব্জি রাখা প্রয়োজন৷ এখন আমরা খোলা বাজারের পাশাপাশি শপিংমল থেকে বাজার করি৷ কিন্তু যেখান থেকেই কিনি না কেন, ফল ও সব্জি ভাল করে ধুয়ে নেওয়া দরকার৷ না হলে হিতে বিপরীত হবে৷ (Tips to clean vegetables and fruits properly)