বঙ্গজীবনের অঙ্গ হল বেড়াতে যাওয়া৷ বেড়াতে যাওয়ার সঙ্গে জড়িয়ে থাকে হোটেল-বাস৷ বাইরে থেকে হোটেল যতই পরিষ্কার পরিচ্ছন্ন লাগুক না কেন, স্বাস্থ্যকর দিক থেকে কিছুটা অসুবিধে থালেও থাকতে পারে৷ তাই হোটেল বা হোমস্টে যা-ই হোক না কেন, কতটা পরিষ্কার সেটা পরীক্ষা করে নিন৷