Travel : Hotel Rooms: হোটেলের ঘর সত্যিই আদৌ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, বেড়াতে গেলে পরীক্ষা করে নিন প্রথমেই

Last Updated:
Travel : Hotel Rooms: হোটেল বা হোমস্টে যা-ই হোক না কেন, কতটা পরিষ্কার সেটা পরীক্ষা করে নিন৷
1/6
বঙ্গজীবনের অঙ্গ হল বেড়াতে যাওয়া৷ বেড়াতে যাওয়ার সঙ্গে জড়িয়ে থাকে হোটেল-বাস৷ বাইরে থেকে হোটেল যতই পরিষ্কার পরিচ্ছন্ন লাগুক না কেন, স্বাস্থ্যকর দিক থেকে কিছুটা অসুবিধে থালেও থাকতে পারে৷ তাই হোটেল বা হোমস্টে যা-ই হোক না কেন, কতটা পরিষ্কার সেটা পরীক্ষা করে নিন৷
বঙ্গজীবনের অঙ্গ হল বেড়াতে যাওয়া৷ বেড়াতে যাওয়ার সঙ্গে জড়িয়ে থাকে হোটেল-বাস৷ বাইরে থেকে হোটেল যতই পরিষ্কার পরিচ্ছন্ন লাগুক না কেন, স্বাস্থ্যকর দিক থেকে কিছুটা অসুবিধে থালেও থাকতে পারে৷ তাই হোটেল বা হোমস্টে যা-ই হোক না কেন, কতটা পরিষ্কার সেটা পরীক্ষা করে নিন৷
advertisement
2/6
নতুন অতিথি চেক ইন করার আগে হোটেলকর্মীরা বাথরুম পরিষ্কার করেন ঠিকই৷ কিন্তু তাও আপনি হোটেলে ঢুকে আগে দেখে নিন শৌচালয় কতটা সাফ৷ বাথরুমের মেঝেতে গরম জল ঢেলে দেখুন কোনও ময়লা ধরা পড়ে কিনা৷
নতুন অতিথি চেক ইন করার আগে হোটেলকর্মীরা বাথরুম পরিষ্কার করেন ঠিকই৷ কিন্তু তাও আপনি হোটেলে ঢুকে আগে দেখে নিন শৌচালয় কতটা সাফ৷ বাথরুমের মেঝেতে গরম জল ঢেলে দেখুন কোনও ময়লা ধরা পড়ে কিনা৷
advertisement
3/6
হোটেলের ঘরে গ্লাস তো দেওয়াই হয় ৷ কিন্ত সেই গ্লাস ব্যবহার না করাই ভাল৷ সাদা চোখে গ্লাসের উপর নোংরা ধরা পড়ে না ৷ তাই গ্লাসে জল ঢেলে দেখুন ৷ তাহলে গ্লাসের গায়ে লেগে থাকা দাগ ধরা পড়ে যাবে ৷
হোটেলের ঘরে গ্লাস তো দেওয়াই হয় ৷ কিন্ত সেই গ্লাস ব্যবহার না করাই ভাল৷ সাদা চোখে গ্লাসের উপর নোংরা ধরা পড়ে না ৷ তাই গ্লাসে জল ঢেলে দেখুন ৷ তাহলে গ্লাসের গায়ে লেগে থাকা দাগ ধরা পড়ে যাবে ৷
advertisement
4/6
হোটেলের ঘরের প্রয় সব জিনিস পরিষ্কার করা হলেও সাধারণত টেলিভিশন সেটের রিমোট কন্ট্রোল পরিষ্কার করা হয় না৷ এদিকে সব অতিথিই রিমোটে হাত দেন৷ তাই ভিজে টিস্যুপেপার বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিন৷
হোটেলের ঘরের প্রয় সব জিনিস পরিষ্কার করা হলেও সাধারণত টেলিভিশন সেটের রিমোট কন্ট্রোল পরিষ্কার করা হয় না৷ এদিকে সব অতিথিই রিমোটে হাত দেন৷ তাই ভিজে টিস্যুপেপার বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিন৷
advertisement
5/6
কোভিড আবহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে অনেক নতুন রীতি নীতি এসেছে৷ স্যানিটাইজারের ব্যবহার বেড়ে গিয়েছে অনেক গুণ৷ কোভিডের তীব্রতা কমে গেলেও পরিচ্ছন্নতা নিয়ে আপস করবেন না৷
কোভিড আবহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে অনেক নতুন রীতি নীতি এসেছে৷ স্যানিটাইজারের ব্যবহার বেড়ে গিয়েছে অনেক গুণ৷ কোভিডের তীব্রতা কমে গেলেও পরিচ্ছন্নতা নিয়ে আপস করবেন না৷
advertisement
6/6
হোটেলের বিছানার চাদর, পর্দাও অনেক সময়ই নোংরা হয়৷ চেক ইন করার সময় সে বিষয়েও খেয়াল রাখবেন ৷
হোটেলের বিছানার চাদর, পর্দাও অনেক সময়ই নোংরা হয়৷ চেক ইন করার সময় সে বিষয়েও খেয়াল রাখবেন ৷
advertisement
advertisement
advertisement