পুত্রবধূর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভাল শাশুড়ি হওয়া অসম্ভব নয়, রইল সহজ সাংসারিক টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Relationship: একে তো শাশুড়ি পুত্রবধূ সম্পর্ক সব সময়েই আতসকাচের নীচে চর্চিত ৷ তার উপর নিজের এত দিনের সাজানো সংসারে নতুন জনের আগমন ও অধিকার স্থাপন মেনে নেওয়া খুব সহজসাধ্য নয় ৷
পুত্রবধূর শাশুড়ির ভূমিকায় দীর্ঘ দিন থাকাও বেশ ক্লান্তিকর ৷ বলা হয়, মেয়ের বিয়েতে একা হয়ে পড়েন বাবা মা৷ কিন্তু ছেলের মায়ের পক্ষেও পরিস্থিতি সব সময় সুখকর থাকে না ৷ একে তো শাশুড়ি পুত্রবধূ সম্পর্ক সব সময়েই আতসকাচের নীচে চর্চিত ৷ তার উপর নিজের এত দিনের সাজানো সংসারে নতুন জনের আগমন ও অধিকার স্থাপন মেনে নেওয়া খুব সহজসাধ্য নয় ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুত্রবধূর মতো আপনার ছেলেরও কিন্তু তার শ্বশুরবাড়ির প্রতি কিছু কর্তব্য আছে ৷ সেগুলো পূরণ করার সময় ভাববেন না যে সে ‘পর’ হয়ে গেল বা শ্বশুরবাড়ির বেশি কাছের হয়ে গেল ৷ সবশেষে, নিজে শ্বশুরবাড়িতে এসে কী কী কষ্ট করেছেন, সেগুলো তো পুত্রবধূকে করতে হচ্ছে না-এই ভেবে ঈর্ষাপরায়ণ বা হতাশ হবেন না৷ শুধু মনে রাখুন আপনার তুলনায় সময় এগিয়ে গিয়েছে ৷ তাই সব একরকম হবে না ৷