হিন্দি ছবিতে স্বামীর পরকীয়া ধরে ফেলার জন্য স্ত্রীর অমোঘ অস্ত্র তাঁর শার্টের কলারে লিপস্টিকের দাগ (lipstick stains)! সিনেমার পর্দায় দুষ্টুমির ইঙ্গিত হলেও বাস্তবে লিপস্টিকের দাগ যত্রতত্র লেগে যাওয়া যে কোনও মহিলার কাছেই লজ্জাজনক ৷ পুজোর আড্ডায় সেই লজ্জা ও অস্বস্তি এড়াতে জানুন টিপস (Lipstick Tips) ৷