Tips and Tricks: বর্ষাকালে সাপ কেন মানুষের ঘরের দিকে ছুটে আসে? কারণ জানলে আপনি অবাক হবেন
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Tips and Tricks: জেনে রাখা প্রয়োজন সাপ কেন মানুষের বাড়ির দিকে আকৃষ্ট হয়, তাহলেই সাপের আনাগোনা বন্ধ করা যাবে।
Report-Manmohan Seju: দেশ আমাদের গ্রীষ্মপ্রধান। বৃষ্টি নামলে সকলেই তাই স্বস্তি পায়। তবে এ হেন বর্ষাকাল যতটা আরামদায়ক, ঠিক ততটাই বিপজ্জনক। বর্ষাকালে হঠাৎ করেই মানুষের ঘরে সাপের আনাগোনা বেড়ে যায়। ঘরের জানালা-দরজা বন্ধ রাখলেও বা সাবধানতা অবলম্বন করলেও সাপ প্রায়ই ভেতরে ঢুকে পড়ে। প্রতিরোধের উপায় হিসেবে জেনে রাখা প্রয়োজন সাপ কেন মানুষের বাড়ির দিকে আকৃষ্ট হয়, তাহলেই সাপের আনাগোনা বন্ধ করা যাবে। (Representative Image)
advertisement
advertisement
advertisement
আর্দ্রতা, জল ঝরা এবং ফুটো মানুষের ঘরদোরে সাপের আনাগোনার আরও এক কারণ। তাদের পান করার জন্য জলের প্রয়োজন হয় এবং যদি তারা কোনও আর্দ্র জায়গা খুঁজে পায়, তবে তারা এটিকে তাদের লুকানোর জায়গা করে নেয়। রান্নাঘরের কোথাও যদি কোনও ফুটো থাকে, সত্ত্বর তা মেরামত করা উচিত। এর পাশাপাশিই সিঙ্কের নীচে জল জমতে দেওয়া উচিত নয়, যাতে সাপ ঘরে প্রবেশ করতে না পারে।
advertisement
advertisement
advertisement
advertisement