Thyroid Problems: একবার ধরলে সারাজীবন খেয়ে যেতে হয় থাইরয়েডের ওষুধ? আছে শর্ত..জানুন কী বলছেন ডাক্তার

Last Updated:
নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ সোনিয়া রাওয়াতের মতে, থাইরয়েডের বৃদ্ধি বা হ্রাস উভয় অবস্থাই মানুষের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। এই উভয় সমস্যা নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেওয়া হয় এবং অনেক গুরুতর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
1/10
সুগার, প্রেশার, থাইরয়েড৷ আজকাল প্রত্যেকেই নিজের শারীরিক সমস্যার কথা বলতে গেলে একসঙ্গে উচ্চারণ করে এই তিনটে রোগের নাম৷ ইদানীংকালে থাইরয়েডের সমস্যা যেন ঘরে ঘরে৷ গলার কাছে থাকা থাইরয়েড গ্রন্থি ঠিকঠাক কাজ না করার ফলে সমস্যা দেখা দেয় কিছু হরমোনের৷ আর তাতেই ওজন বৃদ্ধি, প্রেশার বেড়ে যাওয়া এবং মহিলাদের ক্ষেত্রে সন্তানধারণে সমস্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়৷
সুগার, প্রেশার, থাইরয়েড৷ আজকাল প্রত্যেকেই নিজের শারীরিক সমস্যার কথা বলতে গেলে একসঙ্গে উচ্চারণ করে এই তিনটে রোগের নাম৷ ইদানীংকালে থাইরয়েডের সমস্যা যেন ঘরে ঘরে৷ গলার কাছে থাকা থাইরয়েড গ্রন্থি ঠিকঠাক কাজ না করার ফলে সমস্যা দেখা দেয় কিছু হরমোনের৷ আর তাতেই ওজন বৃদ্ধি, প্রেশার বেড়ে যাওয়া এবং মহিলাদের ক্ষেত্রে সন্তানধারণে সমস্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়৷
advertisement
2/10
থাইরয়েড হল গলার কাছে থাকা একটি গ্রন্থি, যার কাজ ট্রায়োডোথাইরোনিন (T3) এবং থাইরক্সিন (T4) নামক ২টি হরমোন নিঃসরণ করা। উভয় হরমোনই শরীরের ভাল কার্যকারিতা বজায় রাখার জন্য প্রয়োজনীয়। শরীরে এই দুটি হরমোনের ঘাটতি হলে বা এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে চিকিৎসকেরা বলে থাকেন থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে।
থাইরয়েড হল গলার কাছে থাকা একটি গ্রন্থি, যার কাজ ট্রায়োডোথাইরোনিন (T3) এবং থাইরক্সিন (T4) নামক ২টি হরমোন নিঃসরণ করা। উভয় হরমোনই শরীরের ভাল কার্যকারিতা বজায় রাখার জন্য প্রয়োজনীয়। শরীরে এই দুটি হরমোনের ঘাটতি হলে বা এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে চিকিৎসকেরা বলে থাকেন থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে।
advertisement
3/10
থাইরয়েড গ্রন্থি যখন অতিরিক্ত হরমোন নিঃসরণ করে তখন একে হাইপারথাইরয়েডিজম বলে। T3 এবং T4 হরমোনের ঘাটতি হলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। এই দু’টি সমস্যাই মানুষের স্বাস্থ্যকে খারাপভাবে প্রভাবিত করে। এগুলো নিয়ন্ত্রণ করা জরুরি, তা না হলে শরীরের সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে।
থাইরয়েড গ্রন্থি যখন অতিরিক্ত হরমোন নিঃসরণ করে তখন একে হাইপারথাইরয়েডিজম বলে। T3 এবং T4 হরমোনের ঘাটতি হলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। এই দু’টি সমস্যাই মানুষের স্বাস্থ্যকে খারাপভাবে প্রভাবিত করে। এগুলো নিয়ন্ত্রণ করা জরুরি, তা না হলে শরীরের সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
4/10
নয়া দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ সোনিয়া রাওয়াতের মতে, থাইরয়েডের বৃদ্ধি বা হ্রাস উভয় অবস্থাই মানুষের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। এই উভয় সমস্যা নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেওয়া হয় এবং অনেক গুরুতর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
নয়া দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ সোনিয়া রাওয়াতের মতে, থাইরয়েডের বৃদ্ধি বা হ্রাস উভয় অবস্থাই মানুষের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। এই উভয় সমস্যা নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেওয়া হয় এবং অনেক গুরুতর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
advertisement
5/10
এখন প্রশ্ন হল, থাইরয়েড রোগীদের ঠিক কোন সময়ে ওষুধ খাওয়া উচিত? এ বিষয়ে ডাঃ সোনিয়া রাওয়াত বলেন, থাইরয়েড রোগীদের সকালে ঘুম থেকে ওঠার পরপরই খালি পেটে ওষুধ খাওয়া উচিত। যদি সকালে ওষুধটি গ্রহণ করা হয় তবে এটি শরীরে ভালভাবে শোষিত হয় এবং এর প্রভাব সর্বাধিক হয়।
এখন প্রশ্ন হল, থাইরয়েড রোগীদের ঠিক কোন সময়ে ওষুধ খাওয়া উচিত? এ বিষয়ে ডাঃ সোনিয়া রাওয়াত বলেন, থাইরয়েড রোগীদের সকালে ঘুম থেকে ওঠার পরপরই খালি পেটে ওষুধ খাওয়া উচিত। যদি সকালে ওষুধটি গ্রহণ করা হয় তবে এটি শরীরে ভালভাবে শোষিত হয় এবং এর প্রভাব সর্বাধিক হয়।
advertisement
6/10
রোগীদের প্রতিদিন একই সময়ে ওষুধ খাওয়া উচিত। বিশেষ বিষয় হল ওষুধ খাওয়ার পর প্রায় ৩০ মিনিট কিছু খাওয়া উচিত নয়। কিছু থাইরয়েড রোগীকে দিনে দু’বার ওষুধ দেওয়া হয়। ওষুধের প্রতি অসতর্ক থাকলে সমস্যা বাড়তে পারে।
রোগীদের প্রতিদিন একই সময়ে ওষুধ খাওয়া উচিত। বিশেষ বিষয় হল ওষুধ খাওয়ার পর প্রায় ৩০ মিনিট কিছু খাওয়া উচিত নয়। কিছু থাইরয়েড রোগীকে দিনে দু’বার ওষুধ দেওয়া হয়। ওষুধের প্রতি অসতর্ক থাকলে সমস্যা বাড়তে পারে।
advertisement
7/10
চিকিৎসকের মতে, শরীরে আয়োডিনের অভাব হলে থাইরয়েডের সমস্যা হতে পারে। অটোইমিউন ডিজঅর্ডার, পারিবারিক ইতিহাস এবং জেনেটিক কারণেও এই রোগ হতে পারে। প্রসবোত্তর প্রদাহের কারণে থাইরয়েড বাড়তে পারে।
চিকিৎসকের মতে, শরীরে আয়োডিনের অভাব হলে থাইরয়েডের সমস্যা হতে পারে। অটোইমিউন ডিজঅর্ডার, পারিবারিক ইতিহাস এবং জেনেটিক কারণেও এই রোগ হতে পারে। প্রসবোত্তর প্রদাহের কারণে থাইরয়েড বাড়তে পারে।
advertisement
8/10
অনেক রোগের ওষুধ বি থাইরয়েড বাড়াতে পারে। ৬০ বছর বয়সের পর এই রোগের ঝুঁকি বেড়ে যায়। নারীরা এই সমস্যার সম্মুখীন হয় বেশি। এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকেরই স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করা, প্রতিদিন ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, প্রতিদিন ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম, সময়ে সময়ে চেকআপ করানো এবং সময়মতো ওষুধ সেবন করা উচিত।
অনেক রোগের ওষুধ বি থাইরয়েড বাড়াতে পারে। ৬০ বছর বয়সের পর এই রোগের ঝুঁকি বেড়ে যায়। নারীরা এই সমস্যার সম্মুখীন হয় বেশি। এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকেরই স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করা, প্রতিদিন ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, প্রতিদিন ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম, সময়ে সময়ে চেকআপ করানো এবং সময়মতো ওষুধ সেবন করা উচিত।
advertisement
9/10
এখন প্রশ্ন, কারও যদি থাইরয়েডের সমস্যা দেখা দেয়, তাহলে কি তাঁকে সারাজীবন ওষুধ খেয়ে যেতে হয়? চিকিৎসক জানাচ্ছেন, থাইরয়েড একটি আজীবনের সমস্যা৷ তবে, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ, হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কিছু রোগীর সমস্যা ওষুধ এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে নিরাময় করা হয়। তাঁদের সারা জীবন ওষুধ খেতে হয় না। তবে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ, কম হরমোন ক্ষরণের সমস্যার ক্ষেত্রে হরমোনের ভারসাম্য রক্ষার জন্য সারা জীবন ওষুধ খেতে হয়।
এখন প্রশ্ন, কারও যদি থাইরয়েডের সমস্যা দেখা দেয়, তাহলে কি তাঁকে সারাজীবন ওষুধ খেয়ে যেতে হয়? চিকিৎসক জানাচ্ছেন, থাইরয়েড একটি আজীবনের সমস্যা৷ তবে, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ, হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কিছু রোগীর সমস্যা ওষুধ এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে নিরাময় করা হয়। তাঁদের সারা জীবন ওষুধ খেতে হয় না। তবে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ, কম হরমোন ক্ষরণের সমস্যার ক্ষেত্রে হরমোনের ভারসাম্য রক্ষার জন্য সারা জীবন ওষুধ খেতে হয়।
advertisement
10/10
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রত্যেকের শরীর এবং রোগের ধরন আলাদা, অবশ্যই যে কোনও প্রশ্ন থাকলে আপনার নিজস্ব চিকিৎসকের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রত্যেকের শরীর এবং রোগের ধরন আলাদা, অবশ্যই যে কোনও প্রশ্ন থাকলে আপনার নিজস্ব চিকিৎসকের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement