Thyroid: মহিলাদের থাইরয়েড ক্যানসারের ঝুঁকি ৩ গুণ বেশি, শরীরে কোন ৭ উপসর্গ চিন্তার ? জানাচ্ছে গবেষণা

Last Updated:
পুরুষের থেকে মহিলাদের থাইরয়েড ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেশি। সাধারণত মহিলাদের ৪০-৫০ বছরের মধ্যে এই ক্যানসার ধরা পড়ে। পুরুষদের ধরা পড়ে ৬০-৭০ বছরের মধ্যে
1/10
গলা এবং ঘাড়ের মাঝখানে অবস্থিত প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। এই গ্রন্থিটি বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে এবং দেহের প্রায় সব ধরনের বিপাকপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাঁরা দীর্ঘ দিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তাঁদের থাইরয়েড গ্ল্যান্ডে টিউমরের ঝুঁকি বেড়ে যায়।
গলা এবং ঘাড়ের মাঝখানে অবস্থিত প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। এই গ্রন্থিটি বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে এবং দেহের প্রায় সব ধরনের বিপাকপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাঁরা দীর্ঘ দিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তাঁদের থাইরয়েড গ্ল্যান্ডে টিউমরের ঝুঁকি বেড়ে যায়।
advertisement
2/10
এই টিউমারগুলিতে ক্যানসার কোষ তৈরি হওয়ার ঝুঁকিও এড়িয়ে যাওয়া যায় না। এই ধরনের ক্যানসারকে বলা হয় থাইরয়েড ক্যানসার। এটি এক ধরণের এন্ডোক্রিন ক্যানসার।
এই টিউমারগুলিতে ক্যানসার কোষ তৈরি হওয়ার ঝুঁকিও এড়িয়ে যাওয়া যায় না। এই ধরনের ক্যানসারকে বলা হয় থাইরয়েড ক্যানসার। এটি এক ধরণের এন্ডোক্রিন ক্যানসার।
advertisement
3/10
পুরুষের থেকে মহিলাদের থাইরয়েড ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেশি। সাধারণত মহিলাদের ৪০-৫০ বছরের মধ্যে এই ক্যানসার ধরা পড়ে। পুরুষদের ধরা পড়ে ৬০-৭০ বছরের মধ্যে। থাইরয়েড ক্যানসার ৪ ধরণের হয়-- প্যাপিলারি, ফলিকিউলার, মেডুলারি ও অ্যানাপ্লাসটিক। শরীরে কোন কোন উপসর্গ থাইরয়েড ক্যানসারের লক্ষণ হতে পারে? জেনে নিয়ে সতর্ক হন--
পুরুষের থেকে মহিলাদের থাইরয়েড ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেশি। সাধারণত মহিলাদের ৪০-৫০ বছরের মধ্যে এই ক্যানসার ধরা পড়ে। পুরুষদের ধরা পড়ে ৬০-৭০ বছরের মধ্যে। থাইরয়েড ক্যানসার ৪ ধরণের হয়-- প্যাপিলারি, ফলিকিউলার, মেডুলারি ও অ্যানাপ্লাসটিক। শরীরে কোন কোন উপসর্গ থাইরয়েড ক্যানসারের লক্ষণ হতে পারে? জেনে নিয়ে সতর্ক হন--
advertisement
4/10
শ্বাস নিতে কিংবা খাবার গিলতে অসুবিধা হতে পারে।
শ্বাস নিতে কিংবা খাবার গিলতে অসুবিধা হতে পারে।
advertisement
5/10
ক্লান্তি, খিদে কমে যাওয়া, বমি-বমি ভাব ও বমি, কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে।
ক্লান্তি, খিদে কমে যাওয়া, বমি-বমি ভাব ও বমি, কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে।
advertisement
6/10
খুসখুসে কাশি হতে পারে।
খুসখুসে কাশি হতে পারে।
advertisement
7/10
গলার স্বরে পরিবর্তন আসতে পারে।
গলার স্বরে পরিবর্তন আসতে পারে।
advertisement
8/10
গলা সব সময় ধরে থাকবে। গলায় ফুলে ওঠা লিম্ফ নোড দেখা দিতে পারে।
গলা সব সময় ধরে থাকবে। গলায় ফুলে ওঠা লিম্ফ নোড দেখা দিতে পারে।
advertisement
9/10
ঘাড়ের সামনের দিকে কিংবা নীচের দিকে মাংসল পিণ্ড দেখা দিতে পারে। সেই মাংসল পিণ্ডে কোনও ব্যথা থাকবে না, ধীরে ধীরে আকারে বাড়তে থাকবে।
ঘাড়ের সামনের দিকে কিংবা নীচের দিকে মাংসল পিণ্ড দেখা দিতে পারে। সেই মাংসল পিণ্ডে কোনও ব্যথা থাকবে না, ধীরে ধীরে আকারে বাড়তে থাকবে।
advertisement
10/10
ঘন ঘন মলত্যাগ থাইরয়েড ক্যানসারের উপসর্গ হতে পারে। ক্যালসিটোনিন হরমোনের অধিক ক্ষরণের কারণে এমনটা হতে পারে।
ঘন ঘন মলত্যাগ থাইরয়েড ক্যানসারের উপসর্গ হতে পারে। ক্যালসিটোনিন হরমোনের অধিক ক্ষরণের কারণে এমনটা হতে পারে।
advertisement
advertisement
advertisement