Calcium: ক্যালসিয়ামের পাওয়ার হাউজ, আয়রনের আঁতুরঘর, পুষ্টিতে ঠাসা এই বীজ সপ্তাহে ২-৩দিন মাস্ট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Uddalak B
Last Updated:
Calcium Health Tips: খাদ্যতালিকায় এই বীজ অন্তর্ভুক্ত করলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও কমে। এমনকী এই বীজে উপস্থিত উপাদান ডায়াবেটিস, ক্যানসার এবং হৃদরোগ কমাতেও সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
*তিল সাধারণত দুই ধরনের হয়। কালো তিল এবং সাদা তিল। উভয়ই পুষ্টিগুণে ভরপুর। গয়ার মায়াপুর গ্রামে অবস্থিত মোটা শস্যের কেন্দ্র সেন্টার অফ এক্সিলেন্স এবং আইসিআরআইএসইটি-র বিজ্ঞানী ড. রাহুল প্রিয়দর্শী বলেন, তিল ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ফসফরাসের মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ। যা স্বাস্থ্যের জন্য জরুরি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*এখানেই শেষ নয়, ড. রাহুল আরও বলেন, তিলের বীজ শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। পুষ্টিগুণে ভরপুর তিল লিভারকেও সুস্থ রাখে। আবার তিলের মধ্যে থাকে ক্যালসিয়াম, কপার ম্যাঙ্গানিজ, আয়রন এবং অ্যান্টি অক্সিডেন্টধর্মী উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক। সংগৃহীত ছবি।