How to Reach Kankalitali Temple: অন্যান্য সতীপীঠের থেকে অনেকটা আলাদা, প্রকৃতির মাঝে রয়েছেন মা কঙ্কালী, বীরভূমে কীভাবে পৌঁছবেন এই মন্দিরে, রইল route map

Last Updated:
Bolpur Tourism: বীরভূম ভ্রমণ রয়েছে তালিকায়? কোথায় ঘুরতে যাবেন ভাবছেন, তাহলে ঘুরে আসুন এই জায়গা থেকে।
1/5
আর কিছুদিন পর এই নববর্ষ আজ এই নববর্ষে বীরভূম ভ্রমণে আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন বীরভূমের পাঁচটি সতীপিঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা সতীপীঠ মন্দির।রেলপথে বোলপুর-শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক।এই প্রান্তিক স্টেশনকে পাশ কাটিয়ে শান্তিনিকেতন থেকে আট কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা।
আর কিছুদিন পর এই নববর্ষ আজ এই নববর্ষে বীরভূম ভ্রমণে আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন বীরভূমের পাঁচটি সতীপিঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা সতীপীঠ মন্দির।রেলপথে বোলপুর-শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক।এই প্রান্তিক স্টেশনকে পাশ কাটিয়ে শান্তিনিকেতন থেকে আট কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা।
advertisement
2/5
এখানকার প্রধান আকর্ষণ কুণ্ড।কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী।প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা।তবে লোকশ্রুতিতে এই কুণ্ডের মাহাত্ম্য মুখে মুখে।তবে এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা।ছোট্ট মন্দিরে পাথরের বেদীর ওপর সতীর কালীরূপী এই চিত্রপট।
এখানকার প্রধান আকর্ষণ কুণ্ড।কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী।প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা।তবে লোকশ্রুতিতে এই কুণ্ডের মাহাত্ম্য মুখে মুখে।তবে এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা।ছোট্ট মন্দিরে পাথরের বেদীর ওপর সতীর কালীরূপী এই চিত্রপট।
advertisement
3/5
বিশাল বিশাল গাছের ছায়ায় অবস্থিত এই সতীপীঠ।মন্দিরের একটু দূরেই রয়েছে শ্মশান।বহু তন্ত্র সাধক যুগযুগান্তর ধরে এখানে সাধনা করে আসছেন, মন্দিরকে ঘিরে নানা সময় তাঁরা হোমযজ্ঞও করে থাকেন।আগত ভক্তরাও তাঁদের সঙ্গে যোগ দেন। মন্দির চত্বরে বাউল -সাধকদের বাঁশি আর গানের নির্জনতাকে মধুর ভক্তিময় করে তোলে।
বিশাল বিশাল গাছের ছায়ায় অবস্থিত এই সতীপীঠ।মন্দিরের একটু দূরেই রয়েছে শ্মশান।বহু তন্ত্র সাধক যুগযুগান্তর ধরে এখানে সাধনা করে আসছেন, মন্দিরকে ঘিরে নানা সময় তাঁরা হোমযজ্ঞও করে থাকেন।আগত ভক্তরাও তাঁদের সঙ্গে যোগ দেন। মন্দির চত্বরে বাউল -সাধকদের বাঁশি আর গানের নির্জনতাকে মধুর ভক্তিময় করে তোলে।
advertisement
4/5
কঙ্কালী মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝেই।মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতির সুনিবিড় ছায়া।এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দীপ জ্বেলে কুণ্ড প্রদক্ষিণ করেন।বোলপুর শান্তিনিকেতনে এলে এই মন্দিরে আসেন প্রায় সব দর্শনার্থীই।
কঙ্কালী মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝেই।মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতির সুনিবিড় ছায়া।এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দীপ জ্বেলে কুণ্ড প্রদক্ষিণ করেন।বোলপুর শান্তিনিকেতনে এলে এই মন্দিরে আসেন প্রায় সব দর্শনার্থীই।
advertisement
5/5
মায়ের পুজো দিন।সুশৃঙ্খলভাবেই দেওয়া যায় পুজো। কোনও পাণ্ডার দাপট নেই।কড়া বিধি নিয়ম নেই।মনের আনন্দে দেবীপটে হয় পুজো।গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে।এছাড়াও মন্দিরের বাইরে রয়েছে একাধিক খাবার হোটেল।আপনি পুজো দিয়ে সেই হোটেলে খাবার খেয়ে বাড়ি ফিরতে পারবেন।
মায়ের পুজো দিন।সুশৃঙ্খলভাবেই দেওয়া যায় পুজো। কোনও পাণ্ডার দাপট নেই।কড়া বিধি নিয়ম নেই।মনের আনন্দে দেবীপটে হয় পুজো।গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে।এছাড়াও মন্দিরের বাইরে রয়েছে একাধিক খাবার হোটেল।আপনি পুজো দিয়ে সেই হোটেলে খাবার খেয়ে বাড়ি ফিরতে পারবেন।
advertisement
advertisement
advertisement