Weekend Trip: এক টুকরো 'মেঘালয়'! পশ্চিমের এই জেলায় মেঘের মধ্যেই বাস! দু'দিনের ছুটিতে ঘুরে আসুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: বর্ষার সময় এই পাহাড় যেন এক টুকরো মেঘালয়। পাহাড়ের কোলে ভেসে বেড়ায় মেঘ। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে সঙ্গে রয়েছে একাধিক 'সাইট সিন'-র জায়গা।
*পর্যটনের জেলা বাঁকুড়া। বাঁকুড়া মানেই শুশুনিয়া পাহাড় কিংবা বিষ্ণুপুর, এমনটা নয়। বাঁকুড়ায় রয়েছে একটি অসাধারণ সুন্দর পাহাড়, যার উচ্চতা ৪৫১ মিটার এবং ঘটনাচক্রে এই পাহাড় বাঁকুড়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। ঘন জঙ্গল, পাহাড় আর মেঘ যেন উপরি পাওনা। পাহাড়টির নাম বিহারীনাথ, রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বিহারীনাথ পাহাড়ের ঘন বনানীও এই জায়গাকে করে তোলে আরও মনোরম। ভাগ্য ভাল থাকলে চোখে পড়বে বিভিন্ন বন্যপ্রাণী। তবে সাবধানতার প্রয়োজন রয়েছে কারণ হাতি কিংবা বন্য শুয়োর সামান্য ক্ষিপ্র হয়ে থাকে। পেয়ে যেতে পারে হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি। চাইলে ট্রেকিং করতে পারেন বিহারীনাথ পাহাড়ে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement








