ওজন কমবে, জেল্লাও ফিরবে! কোন 'দুধ' সবচেয়ে বেশি উপকারী জানেন? গোরু-মোষ বা ছাগলের নয়!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Best Milk: গরুর দুধ, মোষের দুধ, ছাগলের দুধ---অনেকে অনেকরকম দুধ খান। এক এক দুধের উপকারিতাও এক একরকম। তবে সব দুধকে হার মানাতে পারে যে দুধ সেটি এগুলোর একটাও না। কী দুধ বলুন তো?
advertisement
advertisement
কথা হচ্ছে নারকেলের দুধের। ডায়েটিশিয়ানদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এর ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ অবস্থায় নারকেলের দুধ খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। নারকেলের দুধে অ্যান্টি-ডায়াবেটিক গুণ রয়েছে যা ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয় এবং এর ফলে সৃষ্ট শারীরিক ঝুঁকি বহুগুণে কমায়।
advertisement
advertisement
advertisement
advertisement