ভবিষ্যতে আমূল বদলে যাবে কন্ডোমের চেহারা! FaceApp চ্যালেঞ্জ নিল এই কন্ডোম কোম্পানি, দেখুন

Last Updated:
1/6
▪ ভবিষ্যতে কন্ডোম কেমন দেখতে হতে পারে? জানার আগ্রহ হয় না? এবার সেই ছবিই সামনে এল জনপ্রিয় ফেসঅ্যাপের মাধ্যমে৷ ফেসঅ্যাপ চ্যালেঞ্জ নিল অন্তর্জাতিক কন্ডোম সংস্থা ডিউরেক্স৷ Photo Collected
▪ ভবিষ্যতে কন্ডোম কেমন দেখতে হতে পারে? জানার আগ্রহ হয় না? এবার সেই ছবিই সামনে এল জনপ্রিয় ফেসঅ্যাপের মাধ্যমে৷ ফেসঅ্যাপ চ্যালেঞ্জ নিল অন্তর্জাতিক কন্ডোম সংস্থা ডিউরেক্স৷ Photo Collected
advertisement
2/6
▪ রাশিয়ার এই অ্যাপ, বাজারে আসতেই বিপুল জনপ্রিয় হয়৷ বৃদ্ধ বয়সে কেমন দেখতে হবে তারই জানান দেবে ফেসঅ্যাপ৷ শুধু বয়স বেশি নয়, কম বয়সেও আপনারে কেমন দেখতে হতে পারে, তাও অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে৷ অ্যাপেল বা অ্যানড্রয়েড ফোন, সবেতেই কাজ করছে ফেসঅ্যাপ৷ Photo Collected
▪ রাশিয়ার এই অ্যাপ, বাজারে আসতেই বিপুল জনপ্রিয় হয়৷ বৃদ্ধ বয়সে কেমন দেখতে হবে তারই জানান দেবে ফেসঅ্যাপ৷ শুধু বয়স বেশি নয়, কম বয়সেও আপনারে কেমন দেখতে হতে পারে, তাও অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে৷ অ্যাপেল বা অ্যানড্রয়েড ফোন, সবেতেই কাজ করছে ফেসঅ্যাপ৷ Photo Collected
advertisement
3/6
▪ তারকা থেকে সাধারণ মানুষ, কেউই বাদ যাননি ফেসঅ্যাপের চ্যালেঞ্জ থেকে৷ সেই চ্যালেঞ্জেই সামনে এল ভবিষ্যতের কন্ডোমের চেহারা৷ ২০৬৯-এ কেমন দেখতে হতে পারে এই জন্ম নিয়ন্ত্রক! Photo Collected
▪ তারকা থেকে সাধারণ মানুষ, কেউই বাদ যাননি ফেসঅ্যাপের চ্যালেঞ্জ থেকে৷ সেই চ্যালেঞ্জেই সামনে এল ভবিষ্যতের কন্ডোমের চেহারা৷ ২০৬৯-এ কেমন দেখতে হতে পারে এই জন্ম নিয়ন্ত্রক! Photo Collected
advertisement
4/6
▪ একদিকে বর্তমানে ব্যবহৃত ডিউরেক্স কন্ডোম,যা মূলত পাওয়া যায় নীল রঙের প্যাকেটে৷ আর পাশেই ২০৬৯-এর কন্ডোম! সেখানে দেখা গিয়েছে কন্ডোম রয়েছে স্বচ্ছ্ব প্যাকেটে৷ Photo Collected
▪ একদিকে বর্তমানে ব্যবহৃত ডিউরেক্স কন্ডোম,যা মূলত পাওয়া যায় নীল রঙের প্যাকেটে৷ আর পাশেই ২০৬৯-এর কন্ডোম! সেখানে দেখা গিয়েছে কন্ডোম রয়েছে স্বচ্ছ্ব প্যাকেটে৷ Photo Collected
advertisement
5/6
▪ আসলে এটি একটি বিজ্ঞাপন, যা এই আন্তর্জাতিক সংস্থা তৈরি করেছে৷ এবং তাদের ট্যাগ লাইন দারুণ মজাদার৷ বিজ্ঞাপনে লেখা রয়েছে- প্লেজার হ্যাজ নো এজ, যার মানে বয়সের জন্য যৌনসুখ কোন বাঁধা হয়ে দাঁড়ায় না৷ সঙ্গে আরও লেখা রয়েছে যে একসঙ্গে বেড়ে ওঠা বা বয়স হওয়ার মধ্যে মজাই আলাদ! Photo Collected
▪ আসলে এটি একটি বিজ্ঞাপন, যা এই আন্তর্জাতিক সংস্থা তৈরি করেছে৷ এবং তাদের ট্যাগ লাইন দারুণ মজাদার৷ বিজ্ঞাপনে লেখা রয়েছে- প্লেজার হ্যাজ নো এজ, যার মানে বয়সের জন্য যৌনসুখ কোন বাঁধা হয়ে দাঁড়ায় না৷ সঙ্গে আরও লেখা রয়েছে যে একসঙ্গে বেড়ে ওঠা বা বয়স হওয়ার মধ্যে মজাই আলাদ! Photo Collected
advertisement
6/6
▪ তবে ফেসঅ্যাপে তথ্য চুরির অভিযোগ উঠেছে৷ স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড করলে ফোনের সব ব্যক্তিগত তথ্য চলে যাবে এই অ্যাপের কাছে৷ যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে৷ Photo Collected
▪ তবে ফেসঅ্যাপে তথ্য চুরির অভিযোগ উঠেছে৷ স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড করলে ফোনের সব ব্যক্তিগত তথ্য চলে যাবে এই অ্যাপের কাছে৷ যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে৷ Photo Collected
advertisement
advertisement
advertisement