Daal Banned in India: ভারতে ৫০ বছর নিষিদ্ধ ছিল ‘এই’ ডাল, আবার এসেছে বাজারে! কোমরের নীচ থেকে বসিয়ে দেয় শরীর, ক্ষইয়ে দেয় হাড়, জানেন নাম?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রুক্ষ জমি হোক কী জলজ এলাকা, সব জায়গাতেই দারুণ ফলে এই প্রজাতির ডাল৷ সেই কারণে চিরকালই গরিব মানুষের জন্য খুবই সুলভ এই ডাল৷ মূলত এশিয়া এবং পূর্ব আফ্রিকাতেই এই ডাল ফলে৷ ফলে ভারতেও৷ তবে ভারতে এই ডাল নিষিদ্ধ ছিল দীর্ঘ ৫০ বছর৷ কিন্তু, কেন?
advertisement
এই ডালের প্রজাতির নাম ল্যাথাইরাস স্যাটাইভাস (Lathyrus sativus)৷ রুক্ষ জমি হোক কী জলজ এলাকা, সব জায়গাতেই দারুণ ফলে এই প্রজাতির ডাল৷ সেই কারণে চিরকালই গরিব মানুষের জন্য খুবই সুলভ এই ডাল৷ মূলত এশিয়া এবং পূর্ব আফ্রিকাতেই এই ডাল ফলে৷ ফলে ভারতেও৷ তবে ভারতে এই ডাল নিষিদ্ধ ছিল দীর্ঘ ৫০ বছর৷ কিন্তু, কেন?
advertisement
গবেষণায় দেখা গিয়েছে, এই ডাল যদি কেউ দিনের পর দিন খান, তাঁর প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে৷ কারণ, এই ডালে থাকে নিউরোটক্সিন৷ দিনের পর দিন এই ডাল খেলে তার ‘বিষে’র প্রভাবে শরীরের কোমরের থেকে নীচের অংশ বসে যেতে পারে৷ হতে পারে প্যারালাইসিস৷ এতে হারের ক্ষয়, বা বেঁকে যাওয়ার মতো ঘটনাও ঘটে৷ এই রোগকে ‘ল্যাথাইরিসম’ বলে৷
advertisement
advertisement
advertisement
advertisement
তবে পরে এই ডালের কম ‘নিউরোটক্সিন’ যুক্ত একাধিক ভ্যারিয়েন্ট বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারায়, ২০১৬ সালে খেসারির ডালের উপর থেকে এই ব্যান তুলে নেয় ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)৷ জানানো হয়, ডালের উৎপাদন পরবর্তী প্রসেসিং ও ডাল খাওয়ার পরিমাণের মাধ্যমে এই ডালে থাকা নিউরোটক্সিনের বিষক্রিয়া অনেকাংশেই লাঘব করা যায়৷
advertisement