SIR শুনানিতে ডাকা হল সাংসদ অভিনেতা দেব সহ তাঁর পরিবারের তিন সদস্যকে, দেখাতে হবে নথিপত্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দেব ওরফে দীপক অধিকারী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ৷ ৩ বারের সাংসদ তিনি৷ সেই তৃণমূল সাংসদ এবং পরিবারের সদস্যদের হিয়ারিং-এ ডাকা নিয়ে সুর চড়াচ্ছে শাসকদল
কলকাতা: শুনানিতে এবার তলব করা হল অভিনেতা সাংসদ দেব এবং তাঁর পরিবারের আরও ৩ সদস্যকে৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রের এমনই খবর৷ যদিও এ বিষয় নিয়ে কোনও বক্তব্য রাখেননি দেব৷ দেব ওরফে দীপক অধিকারী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ৷ ৩ বারের সাংসদ তিনি৷ সেই তৃণমূল সাংসদ এবং পরিবারের সদস্যদের হিয়ারিং-এ ডাকা নিয়ে সুর চড়াচ্ছে শাসকদল৷
ঘাটালে জন্ম দেবের৷ তারপর বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে মুম্বই চলে যান এবং সেখানেই তিনি ছিলেন বহু বছর৷ পরে পশ্চিমবঙ্গে ফিরে এসে সিনেমা জগতে পা রাখেন দেব৷ টলিউডের সুপারস্টার হিরো তিনি৷ খুবই ব্যস্ত৷ এরই পাশাপাশি তিনি তৃণমূলের সাংসদ৷ বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা। সেই ভিত্তিতে কেন SIR-র শুনানিতে ডাকা হল, সেটা এখনও বোঝা যাচ্ছে না৷ পিটিআই সূত্রের খবর নির্দিষ্ট দিনে শুনানি কেন্দ্রে হাজির হতে হবে দেব এবং তাঁর পরিবারের সদস্যদের। সেখানে তাঁদের যথাযথ নথিপত্র জমা দিতে হবে৷ কোন দিন দেবকে ডাকা হয়েছে, তা স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুনUnion Budget 2026: ২০২৬ সালের বাজেট থেকে সাধারণ মানুষ কী আশা করতে পারে? এবারও বড় ঘোষণা প্রত্যাশিত
advertisement
শুধু দেব নন, বাংলার বহু নামীদামি ব্যক্তিকে SIR-র হিয়ারিং-এ ডাকা হয়েছে৷ এর আগে কবি জয় গোস্বামীও ডাক পেয়েছিলেন এসআইআর-এর শুনানিতে। তা নিয়ে যথেষ্ঠ ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি ও তাঁর মেয়ে। ক্রিকেটার মহম্মদ সামিকেও ডাকা হয়েছে এসআইআর-এর শুনানিতে। অভিনেত্রী লাবনী সরকার এবং অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল এই হিয়ারিং-এ৷ দু’জনেই বাংলা জগতের অতি পরিচিত। তাঁরা দু’জনেই হাজিরা দিলেন৷
advertisement
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে শুনানি। প্রথম দফায় নির্বাচন কমিশন তাঁদেরই ডাকছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁরা এনুমারেশন ফর্মে কোনও যোগ দেখাতে পারেননি। এই ভোটারদের ‘আনম্যাপ্ড’ তালিকায় রাখা হয়েছে। এসআইআর প্রক্রিয়া এবং শুনানি নিয়ে প্রথম থেকেই সরব শাসক তৃণমূল। দাবি, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। সেই কারণেই এ ভাবে তাঁদের শুনানিতে ডেকে অযথা হেনস্থা করা হচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 4:45 PM IST








