প্রেগন্যান্সির সময় সেক্স করা কি উচিত না অনুচিত ?

Last Updated:
বেশির ভাগ লোকজন মনে করেন প্রেগন্যান্সির সময় নাকি সেক্স করা উচিত না, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়
1/6
বেশির ভাগ লোকজন মনে করেন প্রেগন্যান্সির সময় নাকি সেক্স করা উচিত না, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। প্রেগন্যান্সির দ্বিতীয় ধাপে এসে রক্ত প্রবাহ এবং স্রাব দুটিই বৃদ্ধি পায়। এই কারণে প্রেমজ হর্মোন নিঃসরণ বৃদ্ধি পায়। তাই এই সময় সাথির সাথে ঘনিষ্ট হওয়ার বাসনাও বেড়ে যায়। (Photo Collected)
বেশির ভাগ লোকজন মনে করেন প্রেগন্যান্সির সময় নাকি সেক্স করা উচিত না, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। প্রেগন্যান্সির দ্বিতীয় ধাপে এসে রক্ত প্রবাহ এবং স্রাব দুটিই বৃদ্ধি পায়। এই কারণে প্রেমজ হর্মোন নিঃসরণ বৃদ্ধি পায়। তাই এই সময় সাথির সাথে ঘনিষ্ট হওয়ার বাসনাও বেড়ে যায়। (Photo Collected)
advertisement
2/6
ধারণা - প্রেগন্যান্সির সময় সেক্স করলে বাচ্চার ক্ষতি হয়। সত্যি- প্রেগন্যান্সির সময় ওয়েজাইনা স্ট্রেসের ফলে একটু বৃদ্ধি পায়, এরফলে গর্ভাশয়ের বাইরের দিকে মিউকাসের একটা ভারী স্তর জমে যায়। যার ফলে সেক্সের সময়তেও গর্ভাশয়ের মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে। (Photo Collected)
ধারণা - প্রেগন্যান্সির সময় সেক্স করলে বাচ্চার ক্ষতি হয়। সত্যি- প্রেগন্যান্সির সময় ওয়েজাইনা স্ট্রেসের ফলে একটু বৃদ্ধি পায়, এরফলে গর্ভাশয়ের বাইরের দিকে মিউকাসের একটা ভারী স্তর জমে যায়। যার ফলে সেক্সের সময়তেও গর্ভাশয়ের মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে। (Photo Collected)
advertisement
3/6
অনেক সময় পেটের ভেতর ব্যথা অনুভূতি হয়, কিন্তু এর ফলে যে আপনার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে তার কোনো মানে নেই। (Photo Collected)
অনেক সময় পেটের ভেতর ব্যথা অনুভূতি হয়, কিন্তু এর ফলে যে আপনার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে তার কোনো মানে নেই। (Photo Collected)
advertisement
4/6
ধারণা - 3  সেক্সের পরে রক্ত ক্ষরণের মানে হল মিসক্যারেজ হওয়া বা কোনো রকম ক্ষরণ হওয়া।   সত্যি - এই সময় গর্ভাশয় খুবই স্পর্শকাতর থাকে, সেই কারণে মিলনের পরে সামান্য রক্ত আসতে পারে, এটা খুবই সাধারণ বিষয়। (Photo collected)
ধারণা - 3 সেক্সের পরে রক্ত ক্ষরণের মানে হল মিসক্যারেজ হওয়া বা কোনো রকম ক্ষরণ হওয়া। সত্যি - এই সময় গর্ভাশয় খুবই স্পর্শকাতর থাকে, সেই কারণে মিলনের পরে সামান্য রক্ত আসতে পারে, এটা খুবই সাধারণ বিষয়। (Photo collected)
advertisement
5/6
ধারণা 4 -  অনেকে মনে করে প্রেগন্যান্সির সময় সেক্স করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।   সত্যি - আসলে যদি আপনার সঙ্গীর কোনো রকম যৌনতা সম্পর্কিত রোগ না থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই রকম অবস্থায় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। (Photo Collected)
ধারণা 4 - অনেকে মনে করে প্রেগন্যান্সির সময় সেক্স করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সত্যি - আসলে যদি আপনার সঙ্গীর কোনো রকম যৌনতা সম্পর্কিত রোগ না থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই রকম অবস্থায় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। (Photo Collected)
advertisement
6/6
প্রেগন্যান্সির সময় সেক্স করলে ক্ষতি তো কিছু হয়ই না, বরং লাভ হয়। এতে আপনার ঘুম ভালো হবে এবং আপনাদের মধ্যে প্রেম আরও গভীর হবে। (Photo collected)
প্রেগন্যান্সির সময় সেক্স করলে ক্ষতি তো কিছু হয়ই না, বরং লাভ হয়। এতে আপনার ঘুম ভালো হবে এবং আপনাদের মধ্যে প্রেম আরও গভীর হবে। (Photo collected)
advertisement
advertisement
advertisement