এখন ঘরে ঘরে মাইক্রোওয়েভ ওভেন দেখতে পাওয়া যায়। নিত্যপ্রয়োজনীয় বস্তুতে হয়ে উঠেছে। অনেকেই মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করেন, কিন্তু শুধুই খাবার গরম করার জন্য কিংবা সৌখিন রান্নার জন্য। বেশিরভাগ মানুষই জানেন না যে মাইক্রোওয়েভ দিয়ে নিত্যপ্রয়োজনীয় আরো নানান ধরণের কাজ করা যায়। আসুন জেনে নেয়া যাক মাইক্রোওয়েভের অজানা কিছু ব্যবহার। (Photo collected)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মগে করে মাইক্রোওয়েভে সহজেই বানিয়ে নিন ব্রাউনি। শুকনা সব উপকরণ, যেমন- ময়দা, চিনি, কোকোয়া পাউডার, লবণ ও দারুচিনি গুঁড়ো সব একসাথে একটি মগে নিন। এরপর এর সাথে সব পানীয় উপকরণ,যেমন- তেল, জল ও ভ্যানিলা এসেন্স মেশান, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটির দলা ভাবটা না চলে যায়। এরপর মাইক্রোওয়েভ ওভেনে হাই-পাওয়ার দিয়ে ১ মিনিট ৪০ সেকেন্ডের মতো থাকতে দিন (Photo Collected)
advertisement
advertisement
ব্রকলি, গাজর, বরবটি বা যেকোনো ধরনের শক্ত সবজি মাইক্রোঅয়েভ ওভেনে স্টিম করতে পারবেন সহজেই। আর তা-ও মাত্রই ৫-১০ মিনিটের মধ্যেই! বাটিতে কেটে রাখা ব্রকলি, গাজর বা অন্য কোনো সবজি নিয়ে তাতে সামান্য পরিমাণ জল ও পরিমাণ মতো নুন দিন। এরপর একটি ভেজা পেপার বা কাগজ দিয়ে ঢেকে ২-৩ মিনিট বা বড়জোড় ৫-১০ মিনিট রেখে দিন। (Photo Collected)
advertisement
advertisement
advertisement