In Pics: চিবিয়ে ফেলে দেওয়া চিউইংগাম দিয়ে তৈরি হল স্নিকার, কোথায় পাবেন?
Last Updated:
• চিউইংগাম খেলেন, আর ছুঁড়ে ফেললেন ফুটপাতের উপর অথবা হাত দিয়ে টেনে বের করে নাছোড়বান্দা বস্তুটিকে কোনওমতে সাঁটিয়ে দিলেন কোনও ল্যাম্প পোস্টে অথবা গাছের গুঁড়িতে ৷ এমন কাজে নিশ্চয়ই সেই ছোটবেলা থেকেই অভ্যস্ত আপনি ৷ এ বার আপনার ফেলে দেওয়া সেই চিউইংগাম কিন্তু জুতো হয়ে ফিরে আসতে পারে আপনারই পায়ে ৷
advertisement
advertisement
• ‘গামড্রপ’-এর ম্যানেজিং ডিরেক্টর আনা বুলুস জানালেন, চিউইংগামের আবর্জনা থেকে শহরকে পরিছন্ন রাখাই ছিল প্রাথমিক উদ্দেশ্য ৷ এখনও প্রতি বছর আমস্টারডামের ফুটপাত থেকে ৩.৩ মিলিয়ন পাউন্ড গাম সংগ্রহ করে আনেন আনা ৷ সেই কুড়িয়ে পাওয়া চিউইংগাম দিয়েই তৈরি হয় ‘গাম শু’৷ চার জোড়া জুতো তৈরিতে ১ কেজি মতো গাম লাগে ৷
advertisement
advertisement
advertisement