Food Items That Never Spoil: ফেলে দেওয়ার আগে সাবধান! এই ৬টি খাবার নষ্ট হয় না, অর্থ অপচয় থেকে বাঁচুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
রান্নাঘরে থাকা পড়ে থাকা অনেক খাবার আসলে বহুদিন পর্যন্ত ভাল থাকে। নষ্ট হয়ে গিয়েছে ভেবে ফেলে দিলে আসলে অপচয় হচ্ছে।
অনেকদিন ধরে রান্নাঘরে পড়ে আছে, বোধহয় আর ভাল নেই। তাই ডাস্টবিনেই যাক। এইভাবে প্রতিদিন প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু রান্নাঘরে থাকা পড়ে থাকা অনেক খাবার আসলে বহুদিন পর্যন্ত ভাল থাকে। নষ্ট হয়ে গিয়েছে ভেবে ফেলে দিলে আসলে অপচয় হচ্ছে। অকারণ ধ্বংস হচ্ছে টাকা। হেল্থলাইন ডট কম জানাল কোন খাবারগুলি বহুদিন পর্যন্ত ভাল থাকে।
advertisement
ডার্ক চকোলেট: যেসব জিনিস বেশিদিন নষ্ট হয় না তার মধ্যে রয়েছে ডার্ক চকোলেটের নাম। ডার্ক চকোলেটকে শুষ্ক ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করলে মেয়াদ শেষ হওয়ার প্রায় ৪-৬ মাস পরও এটি নষ্ট হয় না। শরীরের পক্ষে ভীষণ উপকারী ডার্ক চকোলেট। ফাইবার, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর। পাশাপাশি যথেষ্ট দামি। তাই নষ্ট না করে ব্যবহার করুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement