Hair Care: এই মিশ্রণেই ঘন হবে চুল! তরতরিয়ে বাড়বে হেয়ার গ্রোথ, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
এই মিশ্রণেই ঘন হবে চুল! তরতরিয়ে বাড়বে হেয়ার গ্রোথ, জেনে নিন
অনলি মাই হেল্থের আর্টিকেল অনুযায়ী মেহেন্দি চুলের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু মেহেন্দি ব্যবহারের কিছু বিশেষ নিয়ম আছে। চুলে মেহেন্দি লাগাতে প্রথমে একটি পাত্রে গরম জল নিতে হবে। তারপর এতে মেহেন্দির গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে ঘন দ্রবণ তৈরি করতে হবে। তারপর মেহেন্দিতে কয়েক ফোঁটা বাদাম তেল দিয়ে ভাল করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার চুলে মেহেন্দি লাগিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। এর পর জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
advertisement
অনলি মাই হেল্থের মতে মেহেন্দিতে বাদাম তেল মিশিয়ে লাগালে খুশকি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। আসলে মাথার ত্বকে শুষ্কতার কারণে খুশকি হয়। যার কারণে অনেক সময় চুলকানি ও চুল পড়ার সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে মেহেন্দিতে বাদাম তেল মেশালে তা মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যার কারণে খুশকি দূর হতে শুরু করে।
advertisement
advertisement
advertisement
advertisement
