Pesticides In Foods: লোভ লাগলেও খাবেন না এই সবজি ও ফল,থাকে গাদাগাদা কীটনাশক,ঝাঁঝরা করে স্নায়ুতন্ত্র,৩ গুণ বাড়ায় ক্যানসারের ঝুঁকি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Centers for Disease Control and Prevention -এর মতে, কীটনাশকের প্রভাবে মিসক্যারেজ হতে পারে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। জন্মের সময় সদ্যোজাতর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে গঠনগত নানা ত্রুটি হতে পারে। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়
শরীর সুস্থ রাখতে ফল-সব্জির কোন-ও বিকল্প নেই। কিন্তু জানবেন, কিছু ফল ও সব্জিতে প্রচুর পরিমাণে কীটনাশকও থাকে। পোকামাকড়ের আক্রমণ থেকে ফল বা শাক-সব্জিকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশক কিন্তু কার্যত 'বিষ'! খাবারের মাধ্যমে তা শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে নানা জটিল রোগের রোগের জন্ম দেয়।
advertisement
Centers for Disease Control and Prevention -এর মতে, কীটনাশকের প্রভাবে মিসক্যারেজ হতে পারে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। জন্মের সময় সদ্যোজাতর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে গঠনগত নানা ত্রুটি হতে পারে। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ষষ্ঠ স্থানে রয়েছে আপেল এবং আঙুর। Environmental Working Group (EWG) বলছে, আপেলের নমুনার ৯০ শতাংশের মধ্যেই কীটনাশক রয়েছে। পাশাপাশি, ৮০ শতাংশ আপেলের মধ্যে ডাইফিনাইলঅ্যামিন নামক একটি কীটনাশক মিলেছে যা ভারতে নিষিদ্ধ। Environmental Working Group (EWG)-এর সমীক্ষায় ৯৬ শতাংশ আঙুরের নমুনায় কীটনাশক মিলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement