Teeth Whitening Tips: মুখ খুললেই বোটকা গন্ধ, সঙ্গে দাঁতে হলুদ ছোপ! সহজ এই টিপসেই লজ্জা থেকে মুক্তি, জানুন কী ভাবে...
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Teeth Whitening Tips: দাঁত নিয়ে চিন্তিতদের জন্য এই খবরটি বিশেষ। বাইরের খাবার এবং পরিবর্তিত লাইফস্টাইল আপনার শরীরে প্রভাব ফেলে। দাঁতের হলুদ ছোপ বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারে অনেক প্রোডাক্ট আছে যা দাবি করে যে তার ব্যবহারে আপনার দাঁত আবার সাদা হয়ে যাবে। কিন্তু আমরা আপনাকে কিছু আয়ুর্বেদিক ঘরোয়া পদ্ধতি বলব যাতে আপনার পকেট খালি না হয় এবং বাড়িতে থাকা জিনিসগুলি দিয়ে আপনার দাঁত মুক্তোর মতো সাদা হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অর্জুনের ছালের পাউডার: অর্জুনের ছাল আয়ুর্বেদে একটি গুরুত্বপূর্ণ ঔষধি হিসেবে বিবেচিত হয়। এটি টার্মিনালিয়া অর্জুনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। অর্জুনের ছালের পাউডার মঞ্জন হিসেবে ব্যবহার করলে দাঁতের হলুদ ছোপ কমে। বাজারেও অর্জুনের ছালের তৈরি দন্ত মঞ্জন পাউডার পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement