Tea Leaves Hacks: ব্যবহার করা চায়ের পাতা ফেলবেন না, কাজে লাগান ঘর সংসারের বহু সমস্যায়, আপনার খরচ বাঁচবে

Last Updated:
Tea Leaves Hacks: জানেন কি প্রিয় পানীয় ছাড়াও চায়ের পাতার আরও ব্যবহার আছে গৃহস্থালির নানা কাজে
1/9
এক পেয়ালা চা ছাড়া আমাদের দিন শুরু হয় না। কিন্তু জানেন কি প্রিয় পানীয় ছাড়াও চায়ের পাতার আরও ব্যবহার আছে গৃহস্থালির নানা কাজে। শুকনো এবং ব্যবহৃত দু ধরনের চায়ের পাতাই।
এক পেয়ালা চা ছাড়া আমাদের দিন শুরু হয় না। কিন্তু জানেন কি প্রিয় পানীয় ছাড়াও চায়ের পাতার আরও ব্যবহার আছে গৃহস্থালির নানা কাজে। শুকনো এবং ব্যবহৃত দু ধরনের চায়ের পাতাই।
advertisement
2/9
কিছুটা চা পাতা রোদে শুকিয়ে নিন সম্পূর্ণভাবে৷ তার পর ভাগ করে করে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিন আলমারি বা ওয়ার্ডরোবের আনাচেকানাচে৷ পোকামাকড় হবে না৷ দূরে থাকবে দুর্গন্ধ৷ একইভাবে দুর্গন্ধ দূর করতে জুতোর ভিতরেও রাখতে পারেন চায়ের পাতা৷ কাজ করবে শ্যু ফ্রেশনার হিসেবেও৷
কিছুটা চা পাতা রোদে শুকিয়ে নিন সম্পূর্ণভাবে৷ তার পর ভাগ করে করে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিন আলমারি বা ওয়ার্ডরোবের আনাচেকানাচে৷ পোকামাকড় হবে না৷ দূরে থাকবে দুর্গন্ধ৷ একইভাবে দুর্গন্ধ দূর করতে জুতোর ভিতরেও রাখতে পারেন চায়ের পাতা৷ কাজ করবে শ্যু ফ্রেশনার হিসেবেও৷
advertisement
3/9
পরিষ্কার করার পরও অনেক সময় রেফ্রিজারেটর থেকে দুর্গন্ধ যেতে চায় না ৷ অনেক সময় এরকমও হয়, বেশ কিছু দিন ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না ৷ খোলা পাত্রে ফ্রিজের মাঝের তাকে রেখে দিন শুকনো চায়ের পাতা ৷
পরিষ্কার করার পরও অনেক সময় রেফ্রিজারেটর থেকে দুর্গন্ধ যেতে চায় না ৷ অনেক সময় এরকমও হয়, বেশ কিছু দিন ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না ৷ খোলা পাত্রে ফ্রিজের মাঝের তাকে রেখে দিন শুকনো চায়ের পাতা ৷
advertisement
4/9
মাইক্রোওয়েভ আভেনে খাবার গরম করার পর ব্যবহৃত গ্রিন টি-র ভিজে পাতা রেখে দিন৷ দু’টি ক্ষেত্রেই খাবারের গন্ধ চলে গিয়ে চায়ের পাতা কাজ করবে ফ্রেশনার হিসেবে ৷
মাইক্রোওয়েভ আভেনে খাবার গরম করার পর ব্যবহৃত গ্রিন টি-র ভিজে পাতা রেখে দিন৷ দু’টি ক্ষেত্রেই খাবারের গন্ধ চলে গিয়ে চায়ের পাতা কাজ করবে ফ্রেশনার হিসেবে ৷
advertisement
5/9
জৈব সার হিসেবেও চা পাতা অতুলনীয় ৷ ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিন গাছের গোড়ায় ৷ ইন্ডোর ও আউটডোর দু’ রকম গাছের ক্ষেত্রেই ব্যবহৃত চায়ের পাতা ভাল কমপোস্ট ৷
জৈব সার হিসেবেও চা পাতা অতুলনীয় ৷ ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিন গাছের গোড়ায় ৷ ইন্ডোর ও আউটডোর দু’ রকম গাছের ক্ষেত্রেই ব্যবহৃত চায়ের পাতা ভাল কমপোস্ট ৷
advertisement
6/9
কাপের তলানি চা খেতে ইচ্ছে করে না? অথবা অনেকটা চা না খাওয়া হয়ে পড়ে আছে? ফেলবেন না ৷ গাছের গোড়ায় দিন ৷ স্প্রে বটলে করে ছিটিয়ে দিতে পারেন গাছের পাতাতেও ৷ তবে মনে রাখবেন দু’টি ক্ষেত্রেই যেন তরলটি ঘরের তাপমাত্রায় থাকে ৷
কাপের তলানি চা খেতে ইচ্ছে করে না? অথবা অনেকটা চা না খাওয়া হয়ে পড়ে আছে? ফেলবেন না ৷ গাছের গোড়ায় দিন ৷ স্প্রে বটলে করে ছিটিয়ে দিতে পারেন গাছের পাতাতেও ৷ তবে মনে রাখবেন দু’টি ক্ষেত্রেই যেন তরলটি ঘরের তাপমাত্রায় থাকে ৷
advertisement
7/9
টগবগে জলে ফুটিয়ে নিন কালো ব্ল্যাক টি ৷ ছেঁকে নিয়ে ওই মিশ্রণ ব্যবহার করতে পারেন উডেন সারফেস বা উডেন ফ্লোর পরিষ্কার করার কাজে ৷
টগবগে জলে ফুটিয়ে নিন কালো ব্ল্যাক টি ৷ ছেঁকে নিয়ে ওই মিশ্রণ ব্যবহার করতে পারেন উডেন সারফেস বা উডেন ফ্লোর পরিষ্কার করার কাজে ৷
advertisement
8/9
গরম বা উষ্ণ জলে ডুবিয়ে রাখুন টিব্যাগ ৷ তার পর যদি উষ্ণতা আপনার ত্বকের জন্য সহনশীল অবস্থায় এলে, টিব্যাগ দুটি রাখুন বন্ধ চোখের উপরে ৷ চায়ের লিকারে কটন প্যাড চুবিয়েও এই কাজে ব্যবহার করতে পারেন ৷ ৫ থেকে ১০ মিনিট ধরে টিব্যাগ আইমাস্ক হিসেবে রাখুন চোখের উপর ৷
গরম বা উষ্ণ জলে ডুবিয়ে রাখুন টিব্যাগ ৷ তার পর যদি উষ্ণতা আপনার ত্বকের জন্য সহনশীল অবস্থায় এলে, টিব্যাগ দুটি রাখুন বন্ধ চোখের উপরে ৷ চায়ের লিকারে কটন প্যাড চুবিয়েও এই কাজে ব্যবহার করতে পারেন ৷ ৫ থেকে ১০ মিনিট ধরে টিব্যাগ আইমাস্ক হিসেবে রাখুন চোখের উপর ৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement