Rat Killer: ইঁদুরের উৎপাতে রাতের ঘুম উড়েছে? ওষুধের প্রয়োজন নেই! এই সব ঘরোয়া উপায়েই জব্দ হবে মূষিককুল

Last Updated:
How to Get Rid of Rats: উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই। অথচ এর সম্পর্কে আমরা তেমন ওয়াকিবহাল নই। তাই আজ ইঁদুর তাড়ানোর ঘরোয়া কিছু উপায়ের কথা আলোচনা করা যাক।
1/6
রাতের বেলায় আঁধার নামলে ঘর যেন তাদের দখলে চলে যায়! সারা রাত ধরে ঘর জুড়ে দাপিয়ে বেড়ায় মূষিককুল! তাদের বাগে আনতে তাই বিষ, আঠা কিংবা ইঁদুরের কলই ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু অনেকেই এই বিকল্পগুলি ব্যবহার করতে চান না। তাহলে উপায়? আসলে উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই। অথচ এর সম্পর্কে আমরা তেমন ওয়াকিবহাল নই। তাই আজ ইঁদুর তাড়ানোর ঘরোয়া কিছু উপায়ের কথা আলোচনা করা যাক। (Representative Image)
রাতের বেলায় আঁধার নামলে ঘর যেন তাদের দখলে চলে যায়! সারা রাত ধরে ঘর জুড়ে দাপিয়ে বেড়ায় মূষিককুল! তাদের বাগে আনতে তাই বিষ, আঠা কিংবা ইঁদুরের কলই ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু অনেকেই এই বিকল্পগুলি ব্যবহার করতে চান না। তাহলে উপায়? আসলে উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরেই। অথচ এর সম্পর্কে আমরা তেমন ওয়াকিবহাল নই। তাই আজ ইঁদুর তাড়ানোর ঘরোয়া কিছু উপায়ের কথা আলোচনা করা যাক। (Representative Image)
advertisement
2/6
পেপারমিন্ট অয়েল: পেপারমিন্টের গন্ধ একেবারেই না-পসন্দ মূষিককুলের। ফলে তাদের জব্দ করতে পেপারমিন্ট অয়েলের সাহায্য নেওয়া যেতেই পারে। বাড়ির বিভিন্ন স্থানে তাই পেপারমিন্ট অয়েল স্প্রে করা যেতে পারে। এক রাতের মধ্যেই ঘর ছেড়ে পালাবে মূষিককুল।
পেপারমিন্ট অয়েল: পেপারমিন্টের গন্ধ একেবারেই না-পসন্দ মূষিককুলের। ফলে তাদের জব্দ করতে পেপারমিন্ট অয়েলের সাহায্য নেওয়া যেতেই পারে। বাড়ির বিভিন্ন স্থানে তাই পেপারমিন্ট অয়েল স্প্রে করা যেতে পারে। এক রাতের মধ্যেই ঘর ছেড়ে পালাবে মূষিককুল।
advertisement
3/6
ফটকিরি: ফটকিরির গন্ধ পছন্দ করে না ইঁদুররা। তাই ফটকিরি গুঁড়ো করে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে ছিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি জলে ফটকিরি পাউডার মিশিয়ে সেটাও স্প্রে করা যেতে পারে।
ফটকিরি: ফটকিরির গন্ধ পছন্দ করে না ইঁদুররা। তাই ফটকিরি গুঁড়ো করে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে ছিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি জলে ফটকিরি পাউডার মিশিয়ে সেটাও স্প্রে করা যেতে পারে।
advertisement
4/6
লঙ্কা গুঁড়ো: ইঁদুর তাড়ানোর জন্য লঙ্কা গুঁড়োও উপকারী। ঘরের যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে লঙ্কা গুঁড়ো বা তার মিশ্রণ ছিটিয়ে দেওয়া যেতে পারে। তবে এটি ব্যবহার করার আগে হাতে গ্লাভস এবং চোখে চশমা পরে নেওয়া আবশ্যক।
লঙ্কা গুঁড়ো: ইঁদুর তাড়ানোর জন্য লঙ্কা গুঁড়োও উপকারী। ঘরের যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে লঙ্কা গুঁড়ো বা তার মিশ্রণ ছিটিয়ে দেওয়া যেতে পারে। তবে এটি ব্যবহার করার আগে হাতে গ্লাভস এবং চোখে চশমা পরে নেওয়া আবশ্যক।
advertisement
5/6
কর্পূর: সাধারণত পুজোতেই ব্যবহৃত হয় কর্পূর। এছাড়া আরও নানা কাজে লাগে এই উপাদান। বলে রাখা ভাল যে, এই কর্পূরই ইঁদুরের হাত থেকে মুক্তি দিতে পারে। এর জন্য মূষিককুল উপদ্রুত স্থানে কর্পূরের টুকরো রেখে দিতে হবে। আসলে কর্পূরের তীব্র গন্ধে একেবারে দমবন্ধ হয়ে আসে ইঁদুরদের। তাই খুদে এই প্রাণীর উপদ্রব বাগে আনতে কর্পূরকে সেরা বিকল্প বলা যেতে পারে।
কর্পূর: সাধারণত পুজোতেই ব্যবহৃত হয় কর্পূর। এছাড়া আরও নানা কাজে লাগে এই উপাদান। বলে রাখা ভাল যে, এই কর্পূরই ইঁদুরের হাত থেকে মুক্তি দিতে পারে। এর জন্য মূষিককুল উপদ্রুত স্থানে কর্পূরের টুকরো রেখে দিতে হবে। আসলে কর্পূরের তীব্র গন্ধে একেবারে দমবন্ধ হয়ে আসে ইঁদুরদের। তাই খুদে এই প্রাণীর উপদ্রব বাগে আনতে কর্পূরকে সেরা বিকল্প বলা যেতে পারে।
advertisement
6/6
  তামাক: তামাক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিকই, তবে ইঁদুরের উৎপাত ঠেকাতে এর জুড়ি মেলা ভার। বেসন কিংবা ময়দার মধ্যে সামান্য ঘি আর তামাক মিশিয়ে ছোট্ট ছোট্ট গুলি তৈরি করতে হবে। তারপরে ঘরে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে সেই গুলি রেখে দিতে হবে। এক দিনের মধ্যেই ঘর থেকে পালাবে ইঁদুর।
তামাক: তামাক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিকই, তবে ইঁদুরের উৎপাত ঠেকাতে এর জুড়ি মেলা ভার। বেসন কিংবা ময়দার মধ্যে সামান্য ঘি আর তামাক মিশিয়ে ছোট্ট ছোট্ট গুলি তৈরি করতে হবে। তারপরে ঘরে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে সেই গুলি রেখে দিতে হবে। এক দিনের মধ্যেই ঘর থেকে পালাবে ইঁদুর।
advertisement
advertisement
advertisement