Tasty Achar: মা-ঠাকুমার হাতের টেস্টি আচার আর খাওয়া হয় না, সহজ রেসিপিতে বানিয়ে নিন, খেতে পারবেন অনেক দিন ধরে
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Tasty Achar: বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু আচার, রইল রেসিপি
এই সময় বাজারে কুল পাওয়া যায়।আর এই কুলের আচার খেতে অনেকেই পছন্দ করেন।তবে কোন পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবেন এই আচার!এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন গৃহবধূ সুস্মিতা দাস।আচার বানাতে প্রয়োজন ৫০০ গ্রাম কুল, ৫০০ গ্রাম আখের গুড়, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল।
advertisement
প্রথমেই বাজার থেকে কুল কিনে আনুন। তারপর পরিষ্কার জলে সেটি ভালো করে ধুয়ে রোদে বেশ কয়েকদিন ধরে ভালো করে শুকিয়ে নিন। শুকিয়ে হালকা বাদামী রং হয়ে গেলে আর শুকানোর প্রয়োজন নেই।এরপর কুলের বোঁটাগুলো ছাড়িয়ে প্রত্যেকটা কুল একটু করে ফাটিয়ে নিন এতে করে কুলের ভিতরে পোকা আছে কীনা দেখাও যাবে আর কুলের ভেতরে রসও ঢুকবে।
advertisement
advertisement
advertisement






