তুলতুলে ত্বক, চকচকে গাল! ঘুমের আগে একটু যত্নে মুখে আসবে পূর্ণিমার আভা!
Last Updated:
অভ্যাস শুরু হোক এবারের কোজাগরীর শুভ লগ্নেই, আকাশের চাঁদ অস্ত গেলেও মুখে পূর্ণিমার আভা থাকবে বছরভর।
উজ্জ্বল, নরম ত্বক সবাই চান। কিন্তু কারও কারও ত্বক খুব শুষ্ক এবং নিস্তেজ দেখায়। এ থেকে মুক্তি পেতে ত্বকচর্চা করেন অনেকেই। সকালে ময়েশ্চারাইজার লাগান। তবে রাতে আর ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন মনে করেন না। এমনটা করলে চলবে না। সকালের মতো রাতেও ত্বকের যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে শুষ্ক এবং প্রাণহীন ত্বকের জন্য। এই অভ্যাস শুরু হোক এবারের কোজাগরীর শুভ লগ্নেই, আকাশের চাঁদ অস্ত গেলেও মুখে পূর্ণিমার আভা থাকবে বছরভর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার অপরিহার্য: সব ধরনের ত্বকের জন্যই ময়েশ্চারাইজিং প্রয়োজন কিন্তু যাঁদের শুষ্ক ত্বক তাঁদের জন্য ময়েশ্চারাইজিং বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ তেল ব্যবহার করা যায়। এটি ত্বক মেরামত করবে, ক্ষতি এড়াবে। এছাড়াও চাইলে হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত নাইট ক্রিমও লাগানো যায়। এটি ত্বককে ভাল ভাবে ময়েশ্চারাইজ করে।
advertisement
advertisement