Superstitions Indians Follow Blindly: আনলাকি ১৩ নয়তো ! জীবনে এই বিষয়গুলো মেনে চলেন কি ?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেকেই এই বিষয়গুলো যুক্তি সহকারে বিচার করেন না। বরং অন্ধ ভাবে বিশ্বাস করতেই পছন্দ করেন। জেনে নেওয়া যাক ভারতীয়দের মেনে চলা কিছু প্রচলিত ধারণা ও বিশ্বাসের সম্পর্কে
কুসংস্কার আসলে (superstitions)। আর ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে অর্ধেকেরও বেশি মানুষই এই কুসংস্কার বা অন্ধবিশ্বাসের বশবর্তী (common superstitions of Indians)। আর এই সব বিশ্বাস একেবারেই ভিত্তিহীন। আর সব থেকে বড় কথা হচ্ছে, অনেকেই এই বিষয়গুলো যুক্তি সহকারে বিচার করেন না। বরং অন্ধ ভাবে বিশ্বাস করতেই পছন্দ করেন (Superstitions Indians Follow Blindly)। জেনে নেওয়া যাক ভারতীয়দের মেনে চলা কিছু প্রচলিত ধারণা ও বিশ্বাসের সম্পর্কে।
advertisement
শনিবারে চুল-নখ কাটা অমঙ্গলের প্রতীক: হিন্দুদের বিশ্বাস, শনিবার চুল-দাড়ি-নখ কাটা উচিত নয় (cutting nails and hair on Saturdays)। কারণ এতে শনি দেবতা রুষ্ট হতে পারে। আর তা অমঙ্গল বয়ে আনতে পারে গৃহস্থ জীবনে । তবে বাজি রেখে বলা যায় যে, যাঁরা এই প্রচলিত ধারণা মানেন না, তাঁদের উপর কোনও গ্রহের কোপ পড়েনি। বরং তাঁরা ভালোই আছেন।
advertisement
কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল: শুধু ভারতে নয়, প্রায় সারা বিশ্বেই কালো বিড়ালকে অশুভ বলে মানা হয় (black cat crosses your path)। আর রাস্তা কাটলে তো কথাই নেই। কালো বিড়াল রাস্তা কাটলে মনে করা হয়, তা অমঙ্গলের প্রতীক। আসলে অনেক সময় বিড়াল রাস্তা পারাপার করে। আর এই বিষয়টা কোনও মানুষের সমক্ষে হলে তা দুর্ভাগ্য বলেই মেনে নেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
বিছানার তলায় পিঁয়াজ রাখলে দুঃস্বপ্ন দূর হবে: পিঁয়াজ ও ছুরি না কি সদ্যোজাত শিশুর বিছানার তলায় (Keeping onions and knives under your bed) রাখলে খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দূর হবে (Bad dreams)। এমনকী অনেক সময় বলা হয় যে, ঘুমোনোর সময় বালিশের তলায় পিঁয়াজ রেখে দিলে ভালো স্বপ্ন আসবে। কেউ নিজের জীবনে এটা করে এই ধারণাকে ভুল প্রমাণ করতেই পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement