বর্তমানে প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা সবারই ৷ দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার হতে চলেছে ৷ এই সময়ে এমন খাবার দাবার খাওয়া উচিৎ যাতে তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
গরমে পুদিনা কোনও ওষুধের থেকে কম নয় ৷ পুদিনা পাতায় ভিটামিন সি ও খনিজের একটি বড় অংশ পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
পুদিনা পাতার ফলে ত্বকে এনার্জি পাওয়া যায় ৷ এই কারণেই বেশ কয়েকটি রূপচর্চার প্রোডাক্টে পুদিন পাতা ব্যবহার করা হয় ৷ পুদিনা পাতা ত্বকে আদ্রতার পরিমাণ বজায় রাখে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
এতে অ্যন্টি অকিসডেন্টাল গুণাগুণ বর্তমান থাকে ৷ বদহজম হলে পুদিনা পাতা সমস্ত কিছুই সারিয়ে তোলে ৷ এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি সেপটিক গুণাগুণ বর্তমান থাকে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
এই জন্য এক কাপ জল গরম করে তাতে অর্ধেক চামচ তার সঙ্গে আধ চামচ পুদিনা পাতার রস মিশিয়ে পান করুন ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে থাকে তাপমাত্রা সার্দি, কাশি, কফ বা গলা খারাপ হওয়া এমনকী নাক বন্ধ হওয়াতে পুদিনা পাতার অপার গুণ লক্ষ্য করা যায় ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
পুদিনা পাতায় ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম হয় ৷ এই পাতার সেবন করলে শরীরে বাড়তি ক্যালোরি প্রবেশ করেনা ৷ একই কারণে পেটের চর্বি ঝরাতে পুদিনা পাতার সেবন অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
পুদিনা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ৷ স্ট্রেসের কারণে অনেক ধরনের ঝটিলতা শরীরে তৈরি হয় ৷ পুদিনা পাতা সেবন করলে সহজেই স্ট্রেস কমে ৷ তাই এর সেবন অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
পুদিনা পাতা মুখে সৃষ্ট ব্যাকটেরিয়া দূর করে ৷ মুখ ভালভাবে না পরিষ্কার করলেই নিঃশ্বাসে দুর্গন্ধ হয় ৷ নিঃশ্বাসে দুর্গন্ধ হলেই পুদিনা পাতা চিবিয়ে নিতে হবে তখনই ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
গ্রীষ্মে বহু মানুষেরই মাথা ব্যথা হয়ে থাকে ৷ পুদিনা পাতা মাথা ব্যথার হাত থেকে রক্ষা পাওয়া যায় ৷ পুদিনার তেল ও মাথার বামের কারণে আরাম পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer:উপরোক্ত তথ্য নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷