Summer Water Tank Tips: গরমকালে ট্যাঙ্কির জল থাকবে ফ্রিজের মতো ঠান্ডা! করুন এই ছোট্ট কাজ, ম্যাজিক হবে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Summer Water Tank Tips: গরমকাল এলো বলে! আর এই সময় বাড়ির ট্যাঙ্কির জল যেন আগুনের মতো গরম থাকে! তবে এই সহজ উপায়ে আপনি ঠান্ডা রাখতে পারবেন জল! জানুন
গরমের সময়ে ট্যাঙ্কের জল খুব গরম হয়ে যায়। ছাদে রোদে ট্যাঙ্ক রাখা থাকার কারণে জল গরম হয়। তবে কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখা যেতে পারে।
advertisement
গরমের সময়ে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার জন্য বাড়িতে এই টোটকা ব্যবহার করা যেতে পারে। ট্যাঙ্কের ওপর চটের কাপড় লাগিয়ে জল ঠান্ডা রাখা যায়।
advertisement
ট্যাঙ্কটি ঠান্ডা রাখার সবচেয়ে সহজ উপায় হলো তার বাইরের অংশটি সাদা রঙে পেন্ট করা। সাদা রং সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে, ফলে জলের তাপ কমে যায় এবং ট্যাঙ্কের ভিতরের জল ঠান্ডা থাকে। এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকরী এবং সাশ্রয়ী।
advertisement
গরমের সময় রাতে বা হাওয়ায় গরম থাকে। যদি ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকে, তবে গরম হাওয়া জল আরও গরম করতে পারে। তাই সব সময় ট্যাঙ্কের ঢাকনা বন্ধ রাখুন যাতে ভিতরের ঠান্ডা রাখা যায়।
advertisement