Summer Vacation Trip: বাঁকুড়া গেলেও এই জায়গায় যাওয়া হয়নি? দ্বিতীয় বৃন্দাবন ঘুরে আসুন গরমের ছুটিতেই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Summer Vacation Trip: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংরা বিধানসভার পাঁচমুড়া গ্রাম। এই গ্রাম বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য।
*বাঁকুড়া জেলার টেরাকোটা গ্রাম পাঁচমুড়াতে রয়েছে ত্রিধারা মিলন মন্দির। এই মন্দিরকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন এবং 'পশ্চিমবঙ্গের বৃন্দাবন' নামেও এই মন্দির বহুল পরিচিতি লাভ করেছে। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। সংগৃহীত ছবি।
advertisement
*কিন্তু কেন নাম ত্রিধারা? নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কারণ। তবে তার আগে জেনে নিন কোথায় এই মন্দির। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংরা বিধানসভার পাঁচমুড়া গ্রাম। এই গ্রাম বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। সংগৃহীত ছবি।
advertisement
*পাঁচমুড়া বাজার পেরিয়ে এক কিলোমিটার দূরত্বে রাস্তার ডানদিকে চোখে পড়বে সুবিশাল মন্দির। প্রতিদিন দুপুর দু'টো থেকে বিকেল চার'টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মোটরসাইকেল পার্কিংয়ের জন্য ১০ টাকা লাগে। এ ছাড়াও ভোগ খেতে গেলে ৫০ টাকা দক্ষিণা দিতে হয়। সংগৃহীত ছবি।
advertisement
*মন্দিরটিতে শিবভক্ত অর্থাৎ শৈব, কালীভক্ত অর্থাৎ শাক্ত এবং রাধাকৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব। হিন্দুধর্মের এই তিন ভিন্ন ধারার সমন্বয় ঘটেছে বলে মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। ২০২২ সালে ১ জুলাই অর্থাৎ বাংলা ১৬ আষাঢ় রথযাত্রার দিনে এই ত্রিধারা মিলন মন্দিরটি উদ্বোধন হয়। সংগৃহীত ছবি।
advertisement
*মন্দির প্রাঙ্গণে দুটি ভিন্ন উপমন্দিরের একটি মহাদেবের, অপরটি ভগবান রাম ও সীতাদেবীর মন্দির আর মূল মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ ও কালী দেবীর উপমন্দির। সংগৃহীত ছবি।
advertisement
*এই ত্রিধারা মিলন মন্দিরের প্রবেশ তোরণে মাতা যশোদা ও শিশু কৃষ্ণের লীলা প্রভৃতি নানান পৌরাণিক দৃশ্য। এই প্রবেশ তোরণ পেরোলেই পাবেন রাধাকৃষ্ণের মন্দির। ত্রিধারা মিলন মন্দিরের ভেতর অবস্থিত রাধাকৃষ্ণের মন্দিরের বাইরে সেগুন কাঠ নির্মীত খুব সুন্দর কারুকার্য খচিত সিলিংয়ে রয়েছে বিশালাকার ঝাড়বাতি। সংগৃহীত ছবি।
advertisement
*মন্দিরের প্রবেশদ্বারের ওপরের ফলকে খুব সুক্ষভাবে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র আর প্রবেশদ্বারে রয়েছে শ্রীরাধাকৃষ্ণের যুুুগল প্রেমাবতার চৈতন্য মহাপ্রভুর লীলার চিত্র। সংগৃহীত ছবি।
advertisement