Summer Tips: প্লাস্টিকের বোতলেই সারাদিন কনকনে ঠান্ডা থাকবে জল! রোদে ঘুরলেও দিব‍্যি শীতল...ফ্রিজের জলকেও দশ গোল দেবে এই টিপস

Last Updated:
Cold Water in plastic bottle: বেশিরভাগ জনেই প্লাস্টিকের বোতল ব‍্যবহার করেন। তবে চিন্তা নেই, সাধারণ প্লাস্টিকের বোতলেই জল সারাদিন ঠান্ডা থাকবে। খুব সহজ উপায়ের কথা বেশিরভাগ জনেই জানেন না।
1/11
এপ্রিলের ভ‍্যাপসানো গরমে হাঁসফাঁস অবস্থা। প্রবল রোদের তাপে বাইরে বেরোনোই দায়। গরমে প্রাণ জুড়ানো শান্তি দেয় জল। পাশাপাশি ঘামের কারণে শরীরে জলের পরিমাণ কমে যায় গ্রীষ্ণে। তাই গরমে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিত্‍সকরা।
এপ্রিলের ভ‍্যাপসানো গরমে হাঁসফাঁস অবস্থা। প্রবল রোদের তাপে বাইরে বেরোনোই দায়। গরমে প্রাণ জুড়ানো শান্তি দেয় জল। পাশাপাশি ঘামের কারণে শরীরে জলের পরিমাণ কমে যায় গ্রীষ্ণে। তাই গরমে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিত্‍সকরা।
advertisement
2/11
প্রবল গরমে রাস্তায় বেরোলেই ব‍্যাগে জল কাছে রাখা অত‍্যন্ত জরুরি। কিন্তু মুশকিল হল গরমে জল সঙ্গে রাখলেও খানিক পরেই তা পরিবেশের প্রচণ্ড তাপে তেতেপুড়ে একেবারে প্রচণ্ড গরম হয়ে যায়।
প্রবল গরমে রাস্তায় বেরোলেই ব‍্যাগে জল কাছে রাখা অত‍্যন্ত জরুরি। কিন্তু মুশকিল হল গরমে জল সঙ্গে রাখলেও খানিক পরেই তা পরিবেশের প্রচণ্ড তাপে তেতেপুড়ে একেবারে প্রচণ্ড গরম হয়ে যায়। 
advertisement
3/11
সাধারণ জলই যেন ফুটন্ত জল হয়ে যায়। শান্তির বদলে গরমে জল খেয়ে কোনও তৃপ্তি বোধই হয়না। আবার ঠান্ডা জল খেতে গেলে নির্ভর করতে হবে ফ্রিজের জলের উপর।

সাধারণ জলই যেন ফুটন্ত জল হয়ে যায়। শান্তির বদলে গরমে জল খেয়ে কোনও তৃপ্তি বোধই হয়না। আবার ঠান্ডা জল খেতে গেলে নির্ভর করতে হবে ফ্রিজের জলের উপর।
advertisement
4/11
ফ্রিজের জল খেলে গলা ধরে যাওয়া, ঠান্ডা লাগার মতো প্রচুর সমস‍্যা হতে পারে। আবার ফ্রিজের জল রাস্তাঘাটে সব জায়গায় পাওয়াও যায়নি। এই সমস‍্যা কেবল রাস্তাঘাটে নয়, বাড়িতেও হয়। বিশেষত যেসব বাড়িতে ফ্রিজ নেই বা যাদের ফ্রিজের জল খেলে সহ‍্য হয় না তাদের জন‍্য গরমে ঠান্ডা জল খাওয়া যেন দুরস্ত হয়ে দাঁড়ায়।
ফ্রিজের জল খেলে গলা ধরে যাওয়া, ঠান্ডা লাগার মতো প্রচুর সমস‍্যা হতে পারে। আবার ফ্রিজের জল রাস্তাঘাটে সব জায়গায় পাওয়াও যায়নি। এই সমস‍্যা কেবল রাস্তাঘাটে নয়, বাড়িতেও হয়। বিশেষত যেসব বাড়িতে ফ্রিজ নেই বা যাদের ফ্রিজের জল খেলে সহ‍্য হয় না তাদের জন‍্য গরমে ঠান্ডা জল খাওয়া যেন দুরস্ত হয়ে দাঁড়ায়।
advertisement
5/11
জল ঠান্ডা রাখার একটি প্রাকৃতিক উপায় হল মাটির কলসি বা মাটির জলের বোতল। কিন্তু মাটির জলের বোতল প্রত‍্যেকের নেই। আবার মাটির কলসি রাস্তাঘাটে বা সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
জল ঠান্ডা রাখার একটি প্রাকৃতিক উপায় হল মাটির কলসি বা মাটির জলের বোতল। কিন্তু মাটির জলের বোতল প্রত‍্যেকের নেই। আবার মাটির কলসি রাস্তাঘাটে বা সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
advertisement
6/11
বেশিরভাগ জনেই প্লাস্টিকের বোতল ব‍্যবহার করেন। তবে চিন্তা নেই, সাধারণ প্লাস্টিকের বোতলেই জল সারাদিন ঠান্ডা থাকবে। খুব সহজ উপায়ের কথা বেশিরভাগ জনেই জানেন না। বেশিরভাগ জনেই প্লাস্টিকের বোতল ব‍্যবহার করেন। তবে চিন্তা নেই, সাধারণ প্লাস্টিকের বোতলেই জল সারাদিন ঠান্ডা থাকবে। খুব সহজ উপায়ের কথা বেশিরভাগ জনেই জানেন না।
বেশিরভাগ জনেই প্লাস্টিকের বোতল ব‍্যবহার করেন। তবে চিন্তা নেই, সাধারণ প্লাস্টিকের বোতলেই জল সারাদিন ঠান্ডা থাকবে। খুব সহজ উপায়ের কথা বেশিরভাগ জনেই জানেন না।
advertisement
7/11
প্লাস্টিকের বোতলে জল প্রাকৃতিকভাবেই ঠান্ডা রাখার জন‍্য ব‍্যবহার করতে পারেন সুতির কাপড়। সুতির পুরনো কাপড়ে বোতলটিকে ভাল করে মুড়ে নিন। আপনার বোতলের মাপে কাপড়টিকে কেটে নিতে পারেন।
প্লাস্টিকের বোতলে জল প্রাকৃতিকভাবেই ঠান্ডা রাখার জন‍্য ব‍্যবহার করতে পারেন সুতির কাপড়। সুতির পুরনো কাপড়ে বোতলটিকে ভাল করে মুড়ে নিন। আপনার বোতলের মাপে কাপড়টিকে কেটে নিতে পারেন।
advertisement
8/11
শুধু একটি বিষয় খেয়াল রাখবেন যে কাপড়ের স্তর যত মোটা হবে জল তত বেশি ঠান্ডা থাকবে। যদি আপনি বাড়ির বাইরে না থাকেন তাহলে খেয়াল রাখবেন যে এই কাপড়টি ভিজে থাকে। কাপড়টি ঠান্ডা জলে ভিজিয়ে প্লাস্টিকের বোতলে জড়িয়ে রাখলে বোতলের জল দিব‍্যি ঠান্ডা থাকবে।
শুধু একটি বিষয় খেয়াল রাখবেন যে কাপড়ের স্তর যত মোটা হবে জল তত বেশি ঠান্ডা থাকবে। যদি আপনি বাড়ির বাইরে না থাকেন তাহলে খেয়াল রাখবেন যে এই কাপড়টি ভিজে থাকে। কাপড়টি ঠান্ডা জলে ভিজিয়ে প্লাস্টিকের বোতলে জড়িয়ে রাখলে বোতলের জল দিব‍্যি ঠান্ডা থাকবে।
advertisement
9/11
কাপড়ের জায়গায় জ‍্যুট বা পাটের বস্তাও ব‍্যবহার করতে পারেন। পাটের বস্তাকেও সুন্দর করে কেটে জড়িয়ে দিতে পারেন বোতলের গায়ে। এটি বোতলের চারপাশে মুড়ে নিন। ঠিক কাপড়ের মতোই যত বেশি মোটা এর স্তর হবে পানি তত বেশি ঠান্ডা থাকবে। মাঝে মাঝে এই বস্তাটি হালকা ভিজিয়ে রাখুন।
কাপড়ের জায়গায় জ‍্যুট বা পাটের বস্তাও ব‍্যবহার করতে পারেন। পাটের বস্তাকেও সুন্দর করে কেটে জড়িয়ে দিতে পারেন বোতলের গায়ে। এটি বোতলের চারপাশে মুড়ে নিন। ঠিক কাপড়ের মতোই যত বেশি মোটা এর স্তর হবে পানি তত বেশি ঠান্ডা থাকবে। মাঝে মাঝে এই বস্তাটি হালকা ভিজিয়ে রাখুন।
advertisement
10/11
যদি সারাদিন জল বেশি ঠান্ডা রাখতে চান, তাহলে ফ্রিজের একটি উপায়ও কাজে আসতে পারে। বেরোনোর বেশ কিছুক্ষণ আগে প্লাস্টিকের বোতলে অর্ধেক জল ভরে বরফ হওয়ার জায়গায় রেখে দিন। বোতলের অর্ধেক জল বরফ হয়ে গেলে বাকি অংশে জল ভরে নিন, এতে সারাদিন কনকনে ঠান্ডা থাকবে জল।
যদি সারাদিন জল বেশি ঠান্ডা রাখতে চান, তাহলে ফ্রিজের একটি উপায়ও কাজে আসতে পারে। বেরোনোর বেশ কিছুক্ষণ আগে প্লাস্টিকের বোতলে অর্ধেক জল ভরে বরফ হওয়ার জায়গায় রেখে দিন। 
advertisement
11/11
বোতলের অর্ধেক জল বরফ হয়ে গেলে বাকি অংশে জল ভরে নিন, এতে সারাদিন কনকনে ঠান্ডা থাকবে জল।
বোতলের অর্ধেক জল বরফ হয়ে গেলে বাকি অংশে জল ভরে নিন, এতে সারাদিন কনকনে ঠান্ডা থাকবে জল। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement