Summer Skin Care Tips: সাদা প্রাকৃতিক ময়েশ্চারাইজার, মুখে মাখা শুরু করলে নিজেকে চিনতে পারবেন না! রূপটান রহস্যফাঁস বিউটিশিয়ানের

Last Updated:
Summer Skin Care Tips: গরমে ত্বকে এমনিতেই নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে, ত্বক তৈলাক্ত হলে সমস্যা আরও জাঁকিয়ে বসে। সে কারণে এই মরসুমে ত্বকের চাই বাড়তি যত্ন। জানুন সেরার সেরা টিপস...
1/10
শুধু শরীর নয়, ত্বকের যত্নেও টক দই ব্যবহার করতে পারেন। গরমে ত্বকে এমনিতেই নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে, ত্বক তৈলাক্ত হলে সমস্যা আরও জাঁকিয়ে বসে। সে কারণে এই মরসুমে ত্বকের চাই বাড়তি যত্ন।
শুধু শরীর নয়, ত্বকের যত্নেও টক দই ব্যবহার করতে পারেন। গরমে ত্বকে এমনিতেই নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে, ত্বক তৈলাক্ত হলে সমস্যা আরও জাঁকিয়ে বসে। সে কারণে এই মরসুমে ত্বকের চাই বাড়তি যত্ন।
advertisement
2/10
অনেক সময় বাজার থেকে কিনে আনা দই থেকে দিন দুয়েকের মধ্যেই অল্প গন্ধ বেরোতে শুরু করে। অনেক সময় ঘরে পাতা দইও বেশি টক হয়ে গেলে খাওয়া যায় না। রান্নায় ব্যবহার করলেও স্বাদ বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে কি এক বাটি দই ফেলে দেবেন?
অনেক সময় বাজার থেকে কিনে আনা দই থেকে দিন দুয়েকের মধ্যেই অল্প গন্ধ বেরোতে শুরু করে। অনেক সময় ঘরে পাতা দইও বেশি টক হয়ে গেলে খাওয়া যায় না। রান্নায় ব্যবহার করলেও স্বাদ বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলে কি এক বাটি দই ফেলে দেবেন?
advertisement
3/10
বিউটি পার্লারে না গিয়ে বরং বাড়িতেই দেখভাল করতে পারেন ত্বকের। রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন টক দই?
বিউটি পার্লারে না গিয়ে বরং বাড়িতেই দেখভাল করতে পারেন ত্বকের। রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন টক দই?
advertisement
4/10
বিউটি এক্সপার্ট ঋতু মজুমদারের মতে, বিশেষত, ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে টক দই ও মধু। এই সংমিশ্রণ পেটকে পরিষ্কার রেখে ত্বকের সমস্যা কমায়। এতো গেল টক দইয়ের সঙ্গে মধু খাওয়া কথা। কিন্তু আপনি যদি দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখেন, তাহলে কী হবে জানেন?
বিউটি এক্সপার্ট ঋতু মজুমদারের মতে, বিশেষত, ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে টক দই ও মধু। এই সংমিশ্রণ পেটকে পরিষ্কার রেখে ত্বকের সমস্যা কমায়। এতো গেল টক দইয়ের সঙ্গে মধু খাওয়া কথা। কিন্তু আপনি যদি দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখেন, তাহলে কী হবে জানেন?
advertisement
5/10
ত্বক পরিচর্চার ক্ষেত্রে সেরা ফল এনে দিতে পারে টক দই ও মধু। যাঁরা ত্বকের যত্ন নেওয়ার জন্য ঘরোয়া প্রতিকারের সাহায্য নেন, তাঁদের এবার টক দই ও মধু ট্রাই করে দেখুন। ত্বকের জেল্লা বাড়ানো থেকে শুরু করে ব্রণ, দাগছোপ ইত্যাদি দূর করার ক্ষেত্রে দারুণ উপযোগী টক দই ও মধু।
ত্বক পরিচর্চার ক্ষেত্রে সেরা ফল এনে দিতে পারে টক দই ও মধু। যাঁরা ত্বকের যত্ন নেওয়ার জন্য ঘরোয়া প্রতিকারের সাহায্য নেন, তাঁদের এবার টক দই ও মধু ট্রাই করে দেখুন। ত্বকের জেল্লা বাড়ানো থেকে শুরু করে ব্রণ, দাগছোপ ইত্যাদি দূর করার ক্ষেত্রে দারুণ উপযোগী টক দই ও মধু।
advertisement
6/10
শুষ্ক ত্বকের সমস্যায় দই দারুণ কাজ করে। ত্বকে আর্দ্রতা ও জেল্লা আনতে দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ত্বক আর্দ্র আর কোমল করে তুলবে।
শুষ্ক ত্বকের সমস্যায় দই দারুণ কাজ করে। ত্বকে আর্দ্রতা ও জেল্লা আনতে দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ত্বক আর্দ্র আর কোমল করে তুলবে।
advertisement
7/10
এক টেবিল চামচ টক দই নিয়ে তুলো দিয়ে ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে লাগালে ঘণ্টা দুয়েক লাগিয়ে রাখুন, তার পর ধুয়ে নিন।
এক টেবিল চামচ টক দই নিয়ে তুলো দিয়ে ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে লাগালে ঘণ্টা দুয়েক লাগিয়ে রাখুন, তার পর ধুয়ে নিন।
advertisement
8/10
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করে। ব্রণর সমস্যা দূর হয় সহজেই। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই কাজ হবে।
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করে। ব্রণর সমস্যা দূর হয় সহজেই। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই কাজ হবে।
advertisement
9/10
সারা রাত না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়েছে? টক দইয়ে তুলো ডুবিয়ে চোখের তলায় আলতো করে লাগিয়ে নিন।
সারা রাত না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়েছে? টক দইয়ে তুলো ডুবিয়ে চোখের তলায় আলতো করে লাগিয়ে নিন।
advertisement
10/10
দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দই চোখের নীচের ফোলা ভাব কমায়, কালো ছোপও দূর করে।
দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দই চোখের নীচের ফোলা ভাব কমায়, কালো ছোপও দূর করে।
advertisement
advertisement
advertisement