Summer Tips|| গরমে কমবে হিটস্ট্রোকের আশঙ্কা, 'এই' পানীয়ে কয়েক চুমুক, শরীরও থাকবে ফিট
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Summer Health Tips: বিহারের সমস্তিপুর শহরের স্টেশন রোডে পাওয়া যায় আমের পান্না। এটি পান করলেই গরম থেকে আরাম পাওয়া যেতে পারে নিমষে। যেমন স্বাদ, তেমন উপকার।
*গরমের দাপট কমার নাম নেই। এই সময় যাঁরা রাস্তায় ঘোরাঘুরি করেন, তাঁদের সব সময় সঙ্গে পানীয় জল রাখা প্রয়োজন। প্রচণ্ড গরমে শরীরে জলের অভাব হতে পারে। সেই কারণে সব সময় প্রস্তুত থাকা দরকার। চিকিৎসকরা বলেন, দোকান থেকে কেনা ঠান্ডা সফট ড্রিঙ্কস এই সময় একেবারেই খাওয়া উচিত নয়। বরং কিছু প্রাকৃতিক পানীয় পান করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*গ্রীষ্মে ব্যাপক চাহিদা: সমস্তিপুর স্টেশন রোডের ওই দোকানের বিক্রেতা বিজয় জানান, সাধারণত ছাতুর শরবত বিক্রি করেই তাঁর দিন গুজরান হয়। কিন্তু গ্রীষ্মের মরশুম পড়তে না পড়তেই শুরু হয়ে যায় আম পান্না বিক্রি। মানুষের মধ্যেও হুড়োহুড়ি লেগে যায়। সামস্তিপুর শহরের স্টেশন রোডে বিজয়ের ছোট্ট দোকান। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement