Sugar Addiction: চিনি ছাড়া খাবার রোচে না? এটিই কিন্তু 'গোপন মহামারী', কুরে কুরে খাচ্ছে শরীর, ১ মাস টানা না খেলে কী হবে? জানালেন বিশেষজ্ঞ
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Sugar Addiction: ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সেলিব্রিটি ডায়েটিশিয়াল এবং ওয়েলনেস কোচ ডা. সিমরত কাঠুরিয়া বলেন যে, বহু মানুষ জানেনই না যে, তাঁদের চিনির প্রতি আসক্তি রয়েছে।
advertisement
advertisement
advertisement
ডা. কাঠুরিয়ার মতে, এটা মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে সক্রিয় করে। অনেকটা আসক্তিকর পদার্থের মতো—যা আমাদের চাপ বা ক্লান্তির সময় সহজাত ভাবে মিষ্টির প্রতিকারের দিকে পরিচালিত করে। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাসের জন্য ওজন বাড়ে, হরমোনজমিত ভারসাম্যহীনতা দেখা দেয়। আর ডায়াবেটিস এবং হার্টের রোগের ঝুঁকি বাড়ে।
advertisement
এই প্রবণতার কথা তুলে ধরে বিশ্বমানের রেকর্ডধারী ডায়েটিশিয়ান এবং ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট বলেন যে, রোজকার অভ্যাসের মাধ্যমেই চিনি আমাদের অভ্যাসের খাতায় ঢুকে পড়ে। চা-কে স্বাস্থ্যকর স্ন্যাক্স বলে ডাকা হয়। আর এটা আমাদের রোজকার অভ্যাসের অঙ্গ। এটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির একটি চক্রও বটে! আর একটা আসক্তিও তৈরি হয়ে যায়।
advertisement
advertisement
আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, কখনও মিল স্কিপ করা চলবে না। আসলে প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট সমৃদ্ধ ব্যালেন্সড খাবার স্বাভাবিক ভাবেই ক্রেভিং কমায়। অন্যদিকে ডা. ভরদ্বাজ আবার পুরনো দিনের সমাধানের কথা বলছেন। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা রিফাইন্ড সুগার খেতেন না। বরং তাঁরা গুড়, খেজুর, মধু এবং ফ্রুট পাল্পের উপরেই ভরসা করতেন। রোস্টেড ছোলা, গোন্ধ লাড্ডু এবং হলদি দুধের মতো খাবার কিন্তু শরীরের জন্য উপকারী। সেই সঙ্গে ক্রেভিংও মেটায়।
advertisement