Healthy Lifestyle: সর্বরোগহরা! 'এই' লাল ফল হার্ট থেকে কিডনির অসুখ তাড়ায়... ডায়াবেটিস রোগীরা দু'বার পড়ুন... সব রোগের যম
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
স্ট্রবেরি অস্টিওআর্থারাইটিস কমায়। গবেষণা অনুযায়ী, ভিটামিন সি-সমৃদ্ধ স্ট্রবেরি সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি) কমায়, যা আর্থ্রাইটিস এবং হৃদরোগের সঙ্গে যুক্ত প্রদাহ দূর করে।
উত্তরাখণ্ডের হ্রদের শহর নৈনিতাল তার সুন্দর উপত্যকার পাশাপাশি ফল ও ফুলের জন্যও পরিচিত। জিওলিকোট নৈনিতাল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হলদওয়ানি রোডে অবস্থিত। এই শহরটি তার সৌন্দর্য এবং এর কৃষি সম্পদের জন্য পরিচিত। এখানকার মাঠের মধ্যে জন্মানো স্ট্রবেরির স্বাদ খুবই বিখ্যাত। তবে স্বাদে খুব রসালো হওয়ার পাশাপাশি স্ট্রবেরি স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক উজ্জ্বল করে, হাড়ের ভাল রাখে এবং সব রোগের বিরুদ্ধে লড়াই করে। স্ট্রবেরির দামও খুবই কম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement