শরীর সুস্থ রাখার জন্য পেট তথা পরিপাকতন্ত্র সাফ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে পেট ঠিক মতো সাফ হয় না। সেই সঙ্গে গ্যাসের সমস্যা তো রয়েছেই। এই দুইয়ে মিলে চরম অস্বস্তির উদ্রেক করে। আসলে পেটের পরিষ্কার না হওয়ার জন্য দায়ী কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া। তবে ৩ ধরনের প্রাকৃতিক উপায়ে অন্ত্র সাফ রাখা সম্ভব। জেনে নেওয়া যাক সেই বিষয়ে।
হেলথলাইনের রিপোর্টে বলা হয়েছে যে, খাবারে ফাইবারের পরিমাণ বেশি থাকলে তা কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সেই সঙ্গে পেটও সাফ থাকে। এমনকী ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে দেহে ভাল ব্যাকটেরিয়ার পরিমাণও বেড়ে যায়। ফলে ডায়েটে যোগ করতে হবে সবুজ শাক-সবজি। কারণ এর মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে।
শুধু তা-ই নয়, পেট সাফ রাখার জন্য ডায়েটে রাখতে হবে ফলও। কারণ এর মধ্যেও ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। ফল বা সবজি খেতে ইচ্ছে না করলে জ্যুস বানিয়ে খাওয়া যেতে পারে। যে কোনও একটি জ্যুস দিনে ২-৩ বার সেবন করলে পেট ভার দূর হবে। আর পেট ও অন্ত্র পরিষ্কার থাকবে। আজ এমনই তিন প্রকারের জ্যুসের কথা আলোচনা করা যাক।