Toilet Cleaning Hacks: ১ টাকাও খরচ নেই...! ঘরে বানানো 'এই' মিশ্রণেই ৩ মিনিটে চকচকে টয়লেটের কমোড, দেওয়াল! ঘরোয়া টোটকা খুবই কার্যকরী
- Published by:Shubhagata Dey
Last Updated:
Toilet Cleaning Hacks: নোংরা বাথরুম অনেক রোগের কারণ হতে পারে, তাই সময়ে সময়ে তা পরিষ্কার করতে থাকুন। শুধু টয়লেট সিট, ওয়াশ বেসিন ও মেঝে নয়, দেয়াল পরিষ্কার করাও সমান জরুরি।
*ব্যস্ত সময়সূচিতে এমন অনেক কাজ রয়েছে, যার জন্য সময় বের করা আমাদের পক্ষে কঠিন। কিন্তু ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতাও সমান গুরুত্বপূর্ণ। আমরা ঘর পরিষ্কার রাখি, কিন্তু যখন বাথরুম পরিষ্কার করার কথা আসে তখন আমরা দ্রুত জল ঢেলে ব্রাশ বা শাওয়ার ঘুরিয়ে দিই। তবে বাথরুমের পরিচ্ছন্নতা খুবই জরুরি। সংগৃহীত ছবি।
advertisement
*নোংরা বাথরুম অনেক রোগের কারণ হতে পারে, তাই সময়ে সময়ে তা পরিষ্কার করতে থাকুন। শুধু টয়লেট সিট, ওয়াশ বেসিন ও মেঝে নয়, দেয়াল পরিষ্কার করাও সমান জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে সাবান এবং শ্যাম্পুর দাগ দেয়ালে থেকে যায়, যার ফলে এগুলি হলুদ এবং নোংরা দেখায়। দীর্ঘদিন পরিষ্কার না করলে ফাঙ্গাসও হতে পারে। তাই মাসে অন্তত ১ বার বাথরুমের দেয়াল পরিষ্কার করুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement