No Utensil Cooking: বাসন মাজার ঝামেলা নেই, মাংস রান্না করুন 'এভাবে', হাত চেটে খাবেন, রইল রেসিপি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
হাড়ি কড়াই উনুন কিছুই লাগবে না পাথরের উপরেই দিব্বি রান্না হবে চিকেন ললিপপ থেকে স্টোন সেকুয়া! আদিম স্টাইলে পাথরে পোড়া মাংস খেতে পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের ভিড়! বাড়িতে বানাবেন নাকি
কোন কড়াই বা বাসনপত্র নয়, পাথরের উপরেই দিব্যি রান্না হচ্ছে সুস্বাদু মাংস। এই জিনিস দেখলে যেন ফিরে যাবেন পুরনো আদিম যুগে। শৈলশহর দার্জিলিং এর বুকে গেলে এমনই দৃশ্য দেখতে পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার দার্জিলিংয়ে বসে গোর্খা হাট আর সেই হাটে গেলেই দেখতে পাবেন পাথরের উপর রান্না হচ্ছে সুস্বাদু মাংস, শুনতে অনেকটা অবাক লাগলেও খেতে কিন্তু বেশ ভাল। (সুজয় ঘোষ) Representative Image
advertisement
শৈল শহরে পাথরের উপর তৈরি সুস্বাদু এই মাংসের রেসিপি চুম্বকের মতো টানছে ভোজন রসিকদের।আধুনিক সময়েও এই খাবারের জনপ্রিয়তা বিশাল। মূলত স্বাদের কারণেই খাদ্যরসিকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে মাংসের এই বিশেষ পদ। কিন্তু কেন এমন নাম তার? আসলে কোন বাসনপত্র ছাড়াই আগুনের উপর একটা চ্যাপ্টা পাথর বসিয়ে সেটিকে ভাল মতো গরম করে নিয়ে তার ওপর দিব্যি রান্না হচ্ছে মাংস। এ যেন আধুনিক যুগে প্রাচীন যুগের ছোঁয়া। মাংসের রেসিপিটিকে সাধারণত বলা হয় স্টোন সেকুয়া। (Representative Image)
advertisement
পাহাড়ের বিভিন্ন এলাকায় বিশেষ করে তিব্বতিরা মাংস পুড়িয়ে খেতেন না তারা সাধারণত মাংসটিকে ভাল মতো তেল মসলা দিয়ে ম্যারিনেশন করে এভাবেই পাথরের উপর সেকে নিয়ে তারপর কাবাবের মত ওপরে পেঁয়াজ কুচি থেকে শুরু করে লেবুর রস দিয়ে ভাল মতো মেখে খাওয়া হত। এইভাবে মাংস রান্না হয়তো এর আগে কেউ কখনও দেখেনি এজন্য চোখের সামনে পুরনো দিনের ইতিহাস ভেসে ওঠে যখন ছিল না কোন বাসনপত্র ছিল না কোন যন্ত্রপাতি । (Representative Image)
advertisement
এই প্রসঙ্গে দার্জিলিংয়ের এক স্থানীয় বাসিন্দা অমিত রাই বলেন পাহাড়ের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক সকলেই এই স্টোন সেকুয়া খেতে খুব পছন্দ করে। এটি পাহাড়ের একটি ঐতিহ্যবাহী খাবার সাধারণত পুরনো দিনে গোর্খারা এভাবেই পাথরের উপর মাংস রান্না করে খেত এবং বর্তমানে পাথরের উপর তৈরি মাংস জিভে জল আনছে সকলের। (Representative Image)
advertisement
বারবিকিউ তো অনেক হল এবার পাথরের ওপর নতুন স্টাইলে হয়ে যাক সুস্বাদু এই মাংসের রেসিপি। বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে পিকনিক হোক বা বাড়ি ঝটপট মাংসটিকে মেরিনেশন করে একটি পাতলা পাথর ভাল করে গরম করে নিয়ে সে মাংসগুলোকে উল্টে পাল্টে সেই পাথরের উপর সেকে নিতে হবে তারপর হালকা লালচে ভাব এবং গরম ধোঁয়া আসলেই রেডি আপনার স্টোন সেকুয়া। তাহলে আর দেরি কিসের ছুটির দিনে বা অবসর সময় সকলের জন্য বানিয়ে ফেলুন আধুনিক যুগে পুরাতনের ছোঁয়ায় সুস্বাদু এই মাংসের রেসিপি। (Representative Image)